শেষের ঝড়ে কুমিল্লাকে রংপুরের ১৬৬ রানের চ্যালেঞ্জ

শেষের ঝড়ে কুমিল্লাকে রংপুরের ১৬৬ রানের চ্যালেঞ্জ

শুরুটা বেশ ভালো ছিল রংপুর রাইডার্সের। তবে মাঝে এসে যেন একটু খেই হারিয়ে ফেলেছিল। তাতে মনে হচ্ছিল রানটা বুঝি আটকে যাচ্ছে ১৫০ এর আশেপাশেই। তবে শেষ দিকে নুরুল হাসান সোহান আর মোহাম্মদ নবীর ঝড়ে শেষমেশ রংপুর ইনিংস শেষ করেছে ৫ উইকেট খুইয়ে ১৬৫ রান তুলে। তাতে কুমিল্লার সামনে চ্যালেঞ্জটা দাঁড়িয়েছে ১৬৬ রানের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টস ভাগ্যটা সঙ্গ দেয় অধিনায়ক সোহানকে। রংপুর টস জিতে নেয় ব্যাট করার সিদ্ধান্ত। শুরুটা বেশ সতর্কভাবে করে দলটা। ১৮ রান তুলতে খেলতে হয় ২.৫ ওভার। এরপর তানভীর ইসলামের ওভারে ব্রেন্ডন কিংকে খুইয়ে বসে দলটা। 

দ্বিতীয় উইকেট জুটিতে রংপুরের হাল ধরেন বাবর আজম আর তিনে নামা ফজলে মাহমুদ রাব্বি। দুজন মিলে ৪৬ বলে ৫৫ রান যোগ করেন। এরপরই বাবর ফেরেন প্যাভিলিয়নে। এরপর নিয়মিত বিরতিতে দুটো উইকেট খুইয়ে বসে রংপুর। রানও আসেনি তেমন, ৩৪ বলে আসে মোটে ৩৬ রান। ১৭তম ওভারে দলের রান ছিল ১০৯। 

এরপরই দলের পরিস্থিতিটা বদলে যায় আজমতউল্লাহ ওমরজাই আর মোহাম্মদ নবীর হাত ধরে। ওমরজাই ২০ বলে ৩৬ রান করেন। তার বিদায়ের পর আসেন নুরুল হাসান, তিনি করেন ৬ বলে ১৫, ওদিকে নবী করেন ৭ বলে ১৩ রান। শেষ ২৩ বলে রংপুর তোলে ৫৬ রান। তাতেই দলটা ইনিংস শেষ করে ১৬৫ রান তুলে। 

সম্পর্কিত খবর