বিশ্বকাপজয়ী ইমরান খানের ১০ বছর জেল
রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
ইমরানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতা এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকেও একই দণ্ড দেয়া হয়েছে। রাওয়ালপিণ্ডির কারাগারের ভেতরে স্থাপিত আদালতে আলোচিত ‘সাইফার মামলা’য় ইমরান এবং কুরেশিকে এই সাজা ঘোষণা করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ২০২২ ক্ষমতা থেকে অপরসারিত হওয়ার পর বিদেশি শক্তির দ্বারা তার সরকারকে উৎখাত করা হয়েছে বলে দাবী করেন ইমরান। এর স্বপক্ষে প্রমাণ হিসেবে কিছু কূটনৈতিক তারবার্তা জনসমক্ষে নিয়ে আসেন রাজনীতিবিদ বনে যাওয়া এই সাবেক ক্রিকেটার।
আদালত বলেছে, যুক্তরাষ্ট্র নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূতের পাঠানো গোপন তারবার্তা অপব্যবহার করেছেন ইমরান। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে।
তবে ইমরান বরাবরই তার বিরুদ্ধে আনীত রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এনেছেন। তাকে ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র থেকে পর্দা সরাতেই সেসব বার্তা জনসমক্ষে এনেছেন বলে নিজের পক্ষে সাফাই দিয়েছেন পাকিস্তানের।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীত্ব হারানোর পর পাকিস্তানের রাজনৈতিক সংকটের ঘূর্ণাবর্তে পড়েন ইমরান। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। গত বছর ৯ মে তাকে ইসলামাবাদের আদালত প্রাঙ্গন থেকে তাকে আটক করে আধা-সামরিক বাহিনী।
১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বেই একমাত্র ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয় করে পাকিস্তান। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইমরান সে বছরই ক্রিকেটকে বিদায় বলেন। ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নামের রাজনৈতিক প্রতিষ্ঠা করে পুরোদস্তুর রাজনীতিবিদ বনে যান তিনি।