ব্যাগে করে মদ এনে বিপদে ভারতের ৫ ক্রিকেটার
গত ২৭ জানুয়ারি চণ্ডীগড় বিমানবন্দরে সৌরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের কাছ থেকে মদের বোতল উদ্ধার করা হয়। এই ঘটনায় ক্রিকেট অ্যাসোসিয়েশন লজ্জিত এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
সৌরাষ্ট্রের এই দলটি বিতর্কের শিকার হয়েছে কারণ রাজকোটে ফেরার পথে পাঁচ খেলোয়াড়কে মদ এবং বিয়ারের বোতল সহ দেখা গেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিমাংশু শাহ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। ক্রিকেটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
চণ্ডীগড় বিমানবন্দরে চেকিংয়ের সময় কর্তৃপক্ষ ক্রিকেটারের বহন করা মদের পরিমাণ দেখে হতবাক হয়ে গিয়েছিল। কারণ তাদের লাগেজে ২৭টি মদের বোতল এবং ২টি বিয়ারের খাঁচি ছিল বলে জানা গেছে। এই জাতীয় ঘটনাগুলো রাষ্ট্রের ক্রিকেটের আগামী প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং কালো দাগ লাগিয়ে দেয়। তাই এই ধরণের অপরাধ বা ঘটনাগুলো নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বোর্ডেরও সচেতন থাকা উচিৎ।
এটাও সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনায় সিনিয়র খেলোয়াড়দের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কারণ তদন্তের পরে প্রকাশ পেয়েছে যে, জুনিয়র খেলোয়াড়রা কয়েকজন ক্রিকেটারের নাম বলেছেন। সেই নামগুলো যদিও এখনও জনসমক্ষে আনা হয়নি। পূর্ণ তদন্ত শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।