সিলেটকে আরও ডুবিয়ে ফিরল বরিশালের ‘ফরচুন’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৫৭ পিএম | ৩০ জানুয়ারি, ২০২৪

দুই দল এই ম্যাচে এসেছিল টানা হারের বৃত্তে থেকে। সিলেট স্ট্রাইকার্স কিছুটা ‘এগিয়ে’ ছিল, তাদের টানা হারের পাল্লাটা ছিল একটু বেশি। না! ভুল বলা হলো, তারা তো জয়ের খাতাটাই খুলতে পারেনি এখনও, হেরেছে চার ম্যাচের সবকটিতেই! ওদিকে ফরচুন বরিশাল একটা হলেও তো ম্যাচ জিতেছে! তবে এরপর থেকেই দলটায় লেগেছে রাহুর গ্রহণ। হারের হ্যাটট্রিক করে এসেছিল এই ম্যাচে। 

দুই দলের লড়াইটা তাই ছিল পয়েন্ট টেবিলের তলানী থেকে বেরিয়ে আসারও। সেই লড়াইয়ে শেষমেশ হেসেছে বরিশালই। সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারিয়ে, আরও তলানীতে ডুবিয়ে ফিরিয়েছে নিজেদের ‘ফরচুন’। 

জয়ের খাতা খুলতে না পারার কারণ হিসেবে সিলেট বরাবরই নিজেদের ব্যাটিংকে দুষে এসেছে এ পর্যন্ত। তাদের বোলিংটাও কি কম দোষী? পাওয়ারপ্লেতে প্রতিপক্ষের দুটো উইকেট তুলে নিয়েছিল সিলেট। এরপরও বোলিংয়ের শেষটা হলো তথৈবচ।

বরিশাল ইনিংসের শুরুতে আহমেদ শেহজাদ, আর শেষ দিকে মাহমুদউল্লাহ, দুইয়ের ব্যাটের জবাবই দিতে পারল না সিলেট। ৪১ বলে ৬৬ রান করা শেহজাদকে তাও বিদায় করতে পেরেছিলেন বেনি হাওয়েল, ২৪ বলে ৫১ রান করা মাহমুদউল্লাহ রয়ে গেলেন অপরাজিতই। সব মিলিয়ে স্কোরবোর্ডে জমা পড়ল ১৮৬ রানের পাহাড়। 

এরপর আসে ব্যাটিং। এক দিন আগেই কোচ রাজিন সালেহ বলেছিলেন, পাওয়ারপ্লেতে একাধিক উইকেট খুইয়ে বসলে কাজটা কঠিন হয়ে যায়। এমনটা আজও হলো। নাজমুল হোসেন শান্ত আর শামসুর রহমান দুজনই পাওয়ারপ্লে শেষের আগে ফিরলেন। পাওয়ারপ্লে যখন শেষ হলো, প্রয়োজনীয় রানরেট ৯.৩৫ এর বিপরীতে রান উঠল মোটে ৭.৩৩। 

সিলেটের হয়ে এরপর একা লড়েছেন জাকির হাসান। আগের দুই ম্যাচেও তিনিই দলের হয়ে লড়েছেন, লড়লেন আজও। আগের দুই ম্যাচে ৩১ ও ৪১ করা তিনি আজ করলেন ৪৬ রান। 

তার বিদায়ের পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিলেটের ইনিংস। ১১০-৩ থেকে অলআউট হয় ১৩৭ রান তুলতে। তাতেই বরিশাল পেয়ে যায় ৪৯ রানের বিশাল এক জয়। চলে আসে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আর সিলেট রয়ে যায় একেবারে তলানীতেই।

খেলার দুনিয়া | ফলো করুন :