নেপালের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে যুবারা 

নেপালের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে যুবারা 

প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও সমীকরণ বেশ জটিল বাংলাদেশের যুবাদের। সেটি মেলাতেই সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে মাহফুজুর রহমান রাব্বির দল।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী আগের পর্ব থেকে পাওয়া পয়েন্ট বিচারে বাংলাদেশের আছে সুপার সিক্সের গ্রুপ ওয়ানের চতুর্থ অবস্থানে। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে হারায় সেই দুই পয়েন্ট এখানেও হারিয়েছে ২০২০ আসরের চ্যাম্পিয়নরা। এতে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ২। এদিকে শীর্ষে থাকা ভারত পয়েন্ট ৪, সমান পয়েন্টে দুইয়ে পাকিস্তান। সুপার সিক্সের প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছাবে শেষ চারে, সেমি-ফাইনালে। এতে এই বাঁধা পেরোতে দুটি ম্যাচের দুটিতেই যায় নিশ্চিত করতে হবে শিবলি-রাব্বিদের। 

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে এদিন টসে জিতেছে নেপাল অধিনায়ক দেব খানাল। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

বাংলাদেশ যুব একাদশ:

আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, রাহানাত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সম্পর্কিত খবর