পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ বানাল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ বানাল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটে তিন জাতির টুর্নামেন্টে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। চার ম্যাচের চারটিতেই জিতে নিশ্চিত করেছে ফাইনাল। সবশেষ ম্যাচে পাকিস্তান নারী দলকে সুমাইয়া আক্তারের দল হারিয়েছে ১৮ বল ও ৪ উইকেটের ব্যবধানে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৯৬ রান জমা করে পাকিস্তান। তাদের সেই টার্গেট ৪ উইকেট হাতে রেখেই ১৭ ওভারে টপকে যায় বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জেতায় বাংলাদেশর ফাইনাল নিশ্চিত ছিল আগেই। তবে কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ সেটিই নির্ধারণ হতো আজ। যা করতে আজ বাংলাদেশকে হারাতে হতো পাকিস্তানকে। তবে সেটি পারেনি দলটি। মাহগুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার সামিয়া আফসার এক প্রান্ত আগলে রাখলেও স্কোরবোর্ডে জমা হয়নি পর্যাপ্ত পুঁজি। ৫৮ বলে তার করা ৪৮ রানের ইনিংস উল্টো চাপে ফেলেছে পাকিস্তানকে।

অবশ্য ব্যাট হাতে তার চেয়ে ধীর ছিলেন আরেশা আনসারি। ৪১ বলে ২৬ রান করেন তিনি। এখানে কৃতিত্বটা অবশ্য বাংলাদেশি বোলারদেরও প্রাপ্য। পাকিস্তান ব্যাটারদের রান করতে দেননি তারা। স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি দলটির কোনো ব্যাটার। এই দু’জন ফিরলে বাকিরাও আগ্রাসী হতে পারেনি। যার ফলে তাদের থামতে হয় ৫ উইকেটে ৯৬ রানে।

সহজ লক্ষ্যে অবশ্য শুরুতেই ফিরতে হয়েছে ওপেনার সুমাইয়া সুবর্ণাকে। এরপর ইভা ও জান্নাতুল মাওয়াও ইনিংস লম্বা করতে পারেননি। যা চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে সেই চাপ জয় করেছেন অধিনায়ক সুমাইয়া। ৪০ বলে ৩৮ রানের এক কার্যকর ইনিংস খেলেছেন। যার ফলশ্রুতিতে ৪ উইকেট হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ।

আগামী ২ ফেব্রুয়ারি ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে। যেখানে শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। যাদের এই টুর্নামেন্টে আগেও দু’বার হারিয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৯৬/৫ (সামিয়া ৪৮, আনসারি ২৬; রাবেয়া ২/১৬)

বাংলাদেশ অনুর্ধ্বূ-১৯ দল: ৯৭/৬ (১৭ ওভার); (ইভা ১৪, সুমাইয়া ৩৮, ইরা ১৬; অনুশা ৩/১১, আফতাব ২/১৭)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

সম্পর্কিত খবর