আইসিসি নয়, এসিসিতেই থেকে গেলেন জয় শাহ
গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব ছেড়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব নিতে পারেন জয় শাহ। তবে শেষ পর্যন্ত তা গুঞ্জন হিসেবেই রয়ে গিয়েছে। দায়িত্ব না ছেড়ে টানা তৃতীয় মেয়াদে এসিসির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সচিব।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়ে এসিসির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। তার অধীনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণে এশিয়া কাপ আয়োজন করা হয়। এরপর ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ফের এশিয়া কাপ আয়োজন করা হয়। যার উদ্দেশ্য এশিয়ার দলগুলো বিশ্বকাপে সাফল্য পাওয়া।
অবশ্য সবশেষ এশিয়া কাপ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। টুর্নামেন্টনি পাকিস্তানের মাটিতে হওয়ার কথা থাকলেও ভারতের কারণে তা হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। যেখানে পাকিস্তানের সঙ্গে যৌথ্যভাবে এশিয়া কাপ আয়োজন করে শ্রীলঙ্কা। যা নিয়ে সে সময় বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল বিসিসিআই সচিব ও এসিসি প্রধান জয় শাহকে। তাই পরবর্তী এসিসি প্রধান হওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তবে সে সব শঙ্কা কাটিয়ে বুধবার তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন তিনি।
এসিসির বিবৃতিতে জয় শাহ বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য আমি এসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞ। খেলাধুলার সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। যেখানে এখনও ক্রিকেট সেই অর্থে সমৃদ্ধ নয় সেই অঞ্চলগুলিতে বিশেষ মনোযোগ দিতে হবে। এসিসি এশিয়া জুড়ে ক্রিকেটকে লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’