নেপালকে ১৬৯ রানে বেঁধে রাখল বাংলাদেশ
বিশ্বকাপের নতুন ফরম্যাটের মারপ্যাঁচে বাংলাদেশের শেষ চারের আশা ফিকেই হয়ে আছে বেশ। সুযোগ শেষ হয়ে যায়নি। তবে সেজন্যে প্রতি ম্যাচেই চাই বড় জয়। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপালের বিপক্ষে সে কাজের প্রথম ধাপটা ভালোভাবে শেষ করেছে মাহফুজুর রহমান রাব্বির দল। নেপালকে বেধে রেখেছে ১৬৯ রানে। শুরু থেকে চাপে রেখে ৪৯তম ওভারের পঞ্চম বলে গিয়ে অলআউট হয় নেপালিরা।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ বাংলাদেশ টসে হেরে নামে বোলিংয়ে। নেপালের ওপর চাপটা তৈরি করতে সময় নেয়নি যুবারা। শুরু থেকেই ইকবাল হোসেন, মারুফ মৃধারা প্রতিপক্ষকে চেপে ধরেন। এরপর রোহানাত দৌলা বর্ষণ এসে যোগ দেন তাদের সঙ্গে। ২৯ রানে নেপালের ৩ উইকেট তুলে নেয় যুবারা।
এরপর একটা জুটি গড়ে নেপালকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন দেব খানাল আর বিশাল বিক্রম মিলে। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৬২ রান। সেটাই শেষমেশ হয়ে থাকে দলটির সর্বোচ্চ জুটি।
দলীয় ৯১ রানে ৩৫ রান করা দেব ফেরার পর থেকে আর কেউ তেমন রান পাননি। ওপাশে একের পর এক সঙ্গীর আসা যাওয়া দেখছিলেন বিশাল। ব্যক্তিগত ৪৮ আর দলীয় ১৩৮ রানে ফেরেন তিনি, তাকে শিকার করেন রোহানাত দৌলা।
এরপর দলের রানটা ১৬৯ পর্যন্ত গেছে আকাশ চন্দের ১৮ রানের ইনিংসে ভর করে। নেপাল তাদের ইনিংসটা নিয়ে যায় ৫০তম ওভার পর্যন্ত।
জয়ের জন্য ১৭০ রান চাই মাহফুজুরদের। তবে তার চেয়েও বড় ভাবনা থাকবে কত দ্রুত জেতা যায় তা নিয়ে। তাহলেই যে নেট রান রেটে এগিয়ে যাবে বাংলাদেশ!