সেমিতে যেতে পাকিস্তানের বিপক্ষে যা করতে হবে যুবাদের
বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালের দৌড়ে টিকে আছেন বাংলাদেশের যুবারা। যদিও গ্রুপ পর্বের পয়েন্টের হিসাব-নিকাশ সুপার সিক্সে চলে আসায় বাংলাদেশের জন্য পরের পর্বে যাওয়াটা এখনো একটু কঠিনই।
সুপার সিক্সে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচের ফলের উপরই নির্ভর করছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া। ম্যাচটিতে হারলে সরাসরি বাদ পড়ে যাবে বাংলাদেশ। তবে যদি জয় পায়, তখন শুরু হবে সমীকরণের খেলা। পাকিস্তাকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে তাদের সমান ৬ পয়েন্ট। সমান পয়েন্ট হওয়ায় তখন মানদণ্ড হিসেবে আলোচনায় আসবে নেট রানরেট।
নেপালকে হারানোর পর গ্রুপে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের নেট রানরেট এখন .৩৪৮। আর দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট +১.০৬৪। তাই সুপার সিক্স পর্ব পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে শুধু পাকিস্তানকে হারালেই চলবে না বাংলাদেশের, বড় ব্যবধানে জয় পেতে হবে।
পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ আগে ব্যাট করে, তবে সমীকরণ তুলনামূলক সহজ হবে। যেমন পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে যদি বাংলাদেশ ২৫০ বা তার কম রান করে, তাহলে যুবাদের জয়ের ব্যবধানে কম করে হলেও ৫০ রানের হতে হবে। তবে বাংলাদেশের রান যদি ২৫০ ছাড়িয়ে যায়, তাহলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে ৫১ রান।
তবে যদি পাকিস্তান আগে ব্যাট করে সেক্ষেত্রে সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে। আগে ব্যাট করে পাকিস্তান ২৫০ রান করলে বাংলাদেশকে সে রান তাড়া করতে হবে ৩৯.১ ওভারের মধ্যে। টার্গেট যত কম হবে, সেটা তাড়ার করার সময়ও তত কম পাবে বাংলাদেশ।
যদি পাকিস্তানকে ২০১ রানে থামিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশকে জয় নিশ্চিত করতে হবে ৩৮.৩ ওভারের মধ্যে, পাকিস্তানকে ১৫০ রানে আটকানো গেলে ৩৮.২ ওভারের মধ্যেই জয় সুনিশ্চিত করতে হবে।
মাহফুজুর রহমান রাব্বির দলকে তাই পাকিস্তানের বিপক্ষে নেট রানরেটের একটা বাড়তি চাপ মাথায় নিয়েই খেলতে হবে।
আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের সুপার সিক্সে নিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।