বশিরের অভিষেক ম্যাচে ফিরলেন অ্যান্ডারসন

বশিরের অভিষেক ম্যাচে ফিরলেন অ্যান্ডারসন

হায়দ্রাবাদ টেস্টের আগে ইংল্যান্ড ক্রিকেটার শোয়েব বশিরকে নিয়ে জলঘোলা কম হয়নি। ভিসা জটিলতার কারণে হায়দ্রাবাদ টেস্টে অভিষেক হয়নি তার। পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় বশিরের ভিসা ঝুলিয়ে রাখে ভারত সরকার। যা নিয়ে তীব্র সমালোচনা হলে ভিসা পায় বশির। ততক্ষণে ইংল্যান্ড দলের মাঠে নামা হয়ে গেছে।

সেই বশিরকেই এবার অভিষেক করাচ্ছে ইংল্যান্ড। হায়দ্রাবাদ টেস্টে জয় পেলেও দলে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। যেখানে অভিষেক করানো হয়েছে বশিরকে।

ইংলিশ স্পিনার জ্যাক লিচ বাম হাঁটুতে আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। সেই জায়গাতেই খেলানো হচ্ছে বশিরকে। অর্থাৎ শুক্রবার বিশাখাপত্তনম টেস্টে মাঠে নামবেন ২০ বছর বয়সী এই স্পিনার। তার অভিষেক টেস্টের দিনে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার জেমস অ্যান্ডারসনকে। প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যাবে তাকে।

অ্যান্ডারসনকে খেলাতে বাদ পড়েছেন মার্ক উড। হায়দ্রাবাদ টেস্টে উইকেট না পাওয়ার ফলেই বাদ পড়তে হয়েছে তাকে। অ্যান্ডারসন এদিন ১৮৪তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবেন। যা চলতি বছর তার প্রথম টেস্ট। এই দুই ক্রিকেটার ছাড়া বাকিরা আছেন একাদশে।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

সম্পর্কিত খবর