বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী

বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বৃহস্পতিবার এই বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

জাহিদুর রহমান চৌধুরী ক্রীড়া সাংবাদিকতা থেকে এলেন বিসিবিতে। গত প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে ছিলেন এই পেশায়।

সবশেষ তিনি মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত ছিলেন। এর আগে তিনি কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ, যুগান্তর ও আরটিভিতে।

বিসিবির মিডিয়া বিভাগে তিনি এখন কাজ করবেন সিনিয়র ম্যানেজার রাবীদ ইমামের ডেপুটি হিসেবে। বিসিবির এই বিভাগের চেয়ারম্যান হিসাবে আছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।

সাংবাদিকদের বোর্ডে আসা অবশ্য নতুন কিছু নয়। সিনিয়র ম্যানেজার রাবীদ ইমামও সংবাদমাধ্যম কর্মীই ছিলেন শুরুতে, কাজ করেছেন ডেইলি স্টারে। বাফুফেতেও মিডিয়া ম্যানেজার হিসেবে আছেন একজন সাবেক সাংবাদিক। গত ডিসেম্বরে ফেডারেশনে নিয়োগ পাওয়া বর্তমান মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সবশেষ কাজ করেছেন চ্যানেল ২৪ এ।

সম্পর্কিত খবর