নিষেধাজ্ঞায় পড়তে পারেন সাকিব!
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।
আইসিসির প্লেয়িং কন্ডিশনে ১৩.৮ ধারা অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী ফিল্ডিং দলকে ইনিংসের শেষ ওভারের অন্তত প্রথম বল করার মতো অবস্থানে থাকতে হবে। অন্যথায় শাস্তি পেতে হবে দলটিকে।
নতুন নিয়ম অনুযায়ী, এ সময়ে যদি পরিস্থিতি এমন না হয় তাহলে শেষ সময়ের প্রতি ওভারের জন্য ৩০ গজ বৃত্তের বাইরে একজন খেলোয়াড় কম রাখতে হবে। এটাই হবে তাদের ম্যাচের মাঝেই শাস্তি। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হয়েছে একই ঘটনা, নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে পারেনি দল। যে কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে দলকে।
মঙ্গলবার আইসিসির এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।’
এবার নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। এই টুর্নামেন্টে আরেকটি ম্যাচেই নির্ধারিত সময়ে বোলিং ইনিংস শেষ করা না গেলে, পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে পারেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।