বড় সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কা জাদেজা-শামির

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:০৫ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৪

প্রথম টেস্টটা হেরেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু কাল থেকে। তবে এই টেস্টে নানা কারণে ভারতীয় শিবিরে অনুপস্থিতির তালিকাটা বেশ দীর্ঘ। বিরাট কোহলি নেই, চোটের কারণে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারাও নেই। 

জাদেজা আর শামিকে নিয়ে নতুন দুশ্চিন্তা ভর করেছে ভারতীয় দলে। চোটটা বড় সময়ের জন্য ছিটকে দিতে পারে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার জাদেজাকে। একই পরিস্থিতি মোহাম্মদ শামিরও। চোট তাদের মাঠের বাইরে রাখতে পারে বাড়তি সময়ের জন্য। 

প্রথম টেস্ট শেষে ছিটকে গিয়েছিলেন জাদেজা। কারণ ছিল হ্যামস্ট্রিংয়ের চোট। তখন বিসিসিআই জানিয়েছিল দ্বিতীয় টেস্ট থেকে তার ছিটকে যাওয়ার কথা। ভারতীয় দলের সূত্র ধরে ক্রিকবাজ জানাচ্ছে, তৃতীয় টেস্টে তাকে পাওয়া নিয়ে একেবারেই আশা নেই দলে। চতুর্থ টেস্টেও যদি তিনি ফিরতে পারেন, তাহলেও বিষয়টা হবে ‘বেশ ভালো’। তার মানে দাঁড়াচ্ছে, তৃতীয় টেস্ট থেকে তো বটেই, চতুর্থ টেস্ট থেকেও ছিটকে যেতে পারেন তিনি!

একই পরিস্থিতি শামিরও। গোড়ালির চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে তাকে। বর্তমানে তিনি আছেন লন্ডনে। তার অস্ত্রোপচার নিয়েও নতুন কোনো তথ্য জানায়নি বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের সিরিজ তিনি খেলছেন না। কবে মাঠে ফিরবেন, তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা।

খেলার দুনিয়া | ফলো করুন :