অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা জোসেফকে নিয়ে স্যামির ‘মাথাব্যথা’

অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা জোসেফকে নিয়ে স্যামির ‘মাথাব্যথা’

অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট ম্যাচেই বদলে গেছে শামার জোসেফের জীবন। জুটেছে তারকা খ্যাতি। মিলছে বাহবা। আসছে একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রস্তাব। হাতছানি দিচ্ছে কাড়িকাড়ি অর্থ। যা থেকে এই তরুণকে দূরে রাখা এখন বেশ কঠিন। তবে ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফের জন্য বিষয়গুলো মধুর হলেও; দলটির সীমিত ওভারের কোচ ড্যারেন স্যামির জন্য হয়ে দাঁড়িয়েছে মাথাব্যথার কারণ হিসেবে।

কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেকের প্রথম বলে উইকেটসহ সেই টেস্টে নেন ৫ উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে পায়ের চোটে নিয়ে মাঠে নেমে লিখেন নতুন ইতিহাস। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ঘুচিয়ে দেন অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৭ বছর টেস্ট না জেতার আক্ষেপ। যদিও এরপর অস্ট্রেলিয়া সফরের বাকি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে পাওয়া যাচ্ছে না তাকে। দ্বিতীয় টেস্টে পাওয়া আঙুলের চোট পুরোপুরি সারাতে দেশে ফিরেছেন তিনি।

তবে এই সফরে না থাকলেও জোসেফ যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বেশ ভালোভাবেই পরিকল্পনায় আছেন তা জানিয়েছেন দলটির কোচ স্যামি। তবে বিশ্বকাপের আগে এই সিরিজ মিস করায় তাকে বাজিয়ে দেখার সুযোগ হচ্ছে না স্যামির। যার ফলে তাকে দলে রাখা নিয়ে মাথাব্যথায় ভোগতে হচ্ছে স্যামিকে।

আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর আগে সংবাদ সম্মেলনে জোসেফকে নিয়ে স্যামি বলেন, ‘সে অবশ্যই অল ফরম্যাটের একজন খেলোয়াড় হবে। আমি এই স্কোয়াডে তাকে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কিন্তু, সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। তবে সে যা করেছে, তা আমার জন্য সত্যিই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, সামনে বিশ্বকাপ।’

জোসেফের চোট ততোটা গুরুতর ছিল না। চাইলেই খেলানো যেত অস্ট্রেলিয়ায় হতে চলা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। তবে তাকে নিয়ে ঝুঁকি নেইনি ওয়েস্ট ইন্ডিজ। পাঠানো হয় বাড়িতে।

যা নিয়ে স্যামি বলেন, ‘যা ঘটছে তা এক কথায় তরঙ্গ রাইড, কিন্তু আমাদের পাগল হলে চলবে না। যদি সে আহত হয়, তাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে দিন। কেননা, সম্ভবত এই প্রথমবার সে এতদিন বাড়ি থেকে দূরে ছিল। তার পরিবার আছে। তাই আমরা যা করেছি তা সুপরিকল্পিত এবং সুচিন্তিত। আমি মনে করি তার পরিবারের কাছে বাড়িতে যাওয়া উচিত, এই মুহূর্তটি উপভোগ করা গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের বিজয় সব সময় আসে না। এটি গুরুত্বপূর্ণ যে আপনি এই মুহূর্তগুলি উপভোগ করছেন। এটি উপভোগ করুন যাতে এটি আপনাকে এরকম আরও মুহূর্ত পেতে অনুপ্রাণিত করে।’

সম্পর্কিত খবর