কুমিল্লার বিপক্ষেও চট্টগ্রামের চাওয়া ‘টিম গেম’
এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই খেলছে বেশ দাপট নিয়ে। বর্তমানে আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। এমন পারফর্ম্যান্সের পেছনে দলটির হয়ে কাজ করছে দলীয় একাত্মতা, এক হয়ে মাঠে নামা, পারফর্ম করা। আগামীকাল বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে সিলেট, প্রতিপক্ষ কুমিল্লা। এই ম্যাচেও দলটির চাওয়া একই, টিম গেম দিয়ে পারফর্ম করা, জানালেন দলটির ক্রিকেটার শহিদুল ইসলাম।
এ ম্যাচের আগে চট্টগ্রাম আছে বেশ ফুরফুরে মেজাজে। শহিদুল বলেন, ‘টানা কয়েকটা ম্যাচ জিতলাম। মোমেন্টামটা নিজেদের পক্ষে আসাটা জরুরি ছিল, সেটা আসছে আলহামদুলিল্লাহ। সবাই খুব ভালো অবস্থানে আছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে।’
দল হিসেবে কুমিল্লাও বেশ ভালো, বর্তমান চ্যাম্পিয়ন, এবারের বিপিএলেও দল গড়েছে বেশ ভালো। তবে মাঠে নামার আগে শহিদুল জানালেন, টি-টোয়েন্টিতে কোনো ফেভারিট নেই। তিনি বলেন, ‘কুমিল্লা কাগজে-কলমে এগিয়ে আছে আমাদের চেয়ে। কিন্তু আমার মনে হয় টি-টোয়েন্টিতে ফেভারিট কোনো টিম নেই। যেদিন যে দল ভালো খেলবে, সেদিন সে দল জিতবে। দেখা যাক, যে দল ভালো করবে, সে দলই জিতবে।’
এবারের বিপিএলে টসটা বড় একটা সুবিধা হিসেবেই কাজ করছে দলগুলোর। তবে শহিদুল জানালেন, চট্টগ্রাম ভাবছে না সে দিক নিয়ে। বললেন, ‘আগেও বলেছিলাম, টসের দিকে যেতে চাচ্ছি না। আগে কী হবে না হবে, আমরা চেষ্টা করব ম্যাচে ভালো খেলার। যে যার যার দায়িত্বটা পালন করলে, নামের প্রতি সুবিচার করলে ভালো কিছু হবে। টস তো কারো হাতে নেই, এটা ভাগ্যের ওপরে। যার ভাগ্যে থাকবে, সে জিতবে। ভাগ্যে আসলে ভালো, না আসলে মন খারাপ করার কিছু নেই।’
কুমিল্লা ম্যাচে তাহলে দলের চাওয়া কী? শহিদুল জানালেন, ‘আমরা এ পর্যন্ত যত ম্যাচ জিতেছি, টিম গেম খেলে জিতেছি। বিপক্ষ দলের দিকে নজর না দিয়ে আমরা চেষ্টা করছি যেন টিম গেম খেলতে পারি। যদি ভালো হয়, ইন শা আল্লাহ জিতব।’