এখনও আশা ছাড়েনি সিলেট

এখনও আশা ছাড়েনি সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের মৌসুমে সিলেট স্ট্রাইকার্স খেলেছে দারুণ প্রতাপ নিয়ে। সেখানে এবারের বিপিএলে তাদের পারফর্ম্যান্স একেবারেই খারাপ। পাঁচ ম্যাচ খেলে জিততে পারেনি একটি ম্যাচেও। শেষ চারের ভাবনাটা দূরতম কল্পনাতেও আনা যাচ্ছে না দলটিকে নিয়ে।

তবে সিলেট এখনও আশা ছাড়েনি। দলে বিশ্বাসটা হারিয়ে যায়নি আদৌ। বিষয়টা জানালেন দলটির পেসার রেজাউর রহমান রাজা। বললেন, ‘খেলাধুলায় হার জিত থাকবেই, পাঁচ ম্যাচের পাঁচটা হেরেছি, মেন্টালি আমরা আসলে ওইরকম চিন্তা করছি না। আরও সাতটা ম্যাচ বাকি। চেষ্টা থাকবে আমরা যাতে ম্যাচ বাই ম্যাচ আগাতে পারি।’

টানা পাঁচ ম্যাচ হারের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সরে দাঁড়িয়েছেন দলটি থেকে। অধিনায়ক হয়েছেন মোহাম্মদ মিঠুন। তার সঙ্গে নতুন করে এখনও কথায় হয়নি কারো, জানান রাজা। বলেন, ‘এখনও পর্যন্ত ওনার (মিঠুন) সাথে আমাদের বসা হয়নি। মাশরাফি ভাই গতকাল মনে হয় গেছেন। তো মিঠুন ভাইয়ের সঙ্গে মিলে সবাই আজকে প্র্যাকটিস করেছে। টিম মিটিংয়ে হয়তোবা আমাদের কথা বার্তা হবে।’

মাশরাফি এখন আর সিলেট দলে নেই। তবে যাওয়ার আগে তিনি দলকে দিয়ে গেছেন জয়ে ফেরার টনিক। রাজা বলেন, ‘মাশরাফি ভাই যেহেতু আমাদের ক্যাপ্টেন ছিলেন, যাওয়ার আগে আমাদের মোটিভেশনাল মেসেজ দিয়ে গেছেন। বলেছেন, এমন ক্রিকেটে হতেই পারে। আর যেহেতু সাত ম্যাচ বাকি, আমাদের ম্যাচ বাই ম্যাচ ফোকাস করাটা আসলে জরুরি।’

কাল দুর্দান্ত ঢাকার বিরুদ্ধে সিলেটের লড়াই। এ ম্যাচ দিয়েই জয়ে ফিরতে মরিয়া সিলেট। রাজা বলেন, ‘আমাদের যে পাঁচটা ম্যাচ গেছে, আমরা জয়ের জন্যই মাঠে নামসি। আনফরচুনেটলি হয়নাই। আমাদের অবশ্যই আশা থাকবে, আগামীকাল আমরা জয়ের জন্য নামব। মাঠে যদি ভালো খেলতে পারি, তাহলে আমরা জিতব আশা করি। টি-টোয়েন্টিতে আসলে বড় দল ছোট দল বলে কিছু নাই। যারা যেদিন ভালো খেলবে, মোমেন্টাম যাদের কাছে থাকবে, ওরাই জিতবে।’

টানা পাঁচ ম্যাচে হার এসেছে মূলত খেলোয়াড়দের ভুলে। সেসব নিয়ে কাজ করে যাচ্ছেন, জানালেন রাজা। তার কথা, ‘দেখেন টি-টোয়েন্টি খেলা একদিন ভালো হতে পারে, একদিন খারাপ হতে পারে। তো আমরা চেষ্টা করব আমাদের যে ল্যাকিংস গুলা আছে সেগুলা আমরা প্র্যাকটিসে আজকে চেষ্টা করসি। চেষ্টা করব এই ভুলগুলা যাতে আগামীতে না হয়।’

সম্পর্কিত খবর