ভাষার মাসে সিলেটের বিশেষ জার্সি
দুদিনের বিরতি শেষে ফের শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা। সেখানে দিনের শুরুতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এতে ভাষার মাসে নিজেদের নতুন উদ্যমে ফিরিয়ে আনতে অনন্য এক উদ্যোগ নিয়েছে চায়ের দেশের দলটি। ভাষার মাসকে স্বাগত জানাতে এদিন এক বিশেষ জার্সি পরে মাঠে নামবে স্ট্রাইকার্সরা।
এতদিন গোলাপি-বেগুনি মিশ্রণের এক জার্সি গায়ে খেলছে সিলেট। তবে ঘরের মাঠে শেষ দুই ম্যাচের জন্য বিশেষ এক জার্সি পরবেন দলের ক্রিকেটাররা। নতুন এই জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে সিলেটের সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য। এ সম্বলিত ২০টি নিদর্শন জায়গা পেয়েছে জার্সিটির ডিজাইনে।
গতকাল (বৃহস্পতিবার) ভাষার মাসের শুরুর দিনে সিলেটে নিজ বাসভবনে বিশেষ এই জার্সির উদ্বোধন করেন ১৯৫২ সালের ভাষা যোদ্ধা প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ।
জার্সিতে ক্রিকেটারদের নাম ও নম্বর লেখা থাকছে বাংলায়। কালোর মিশ্রণে এ জার্সিতে আধিক্য সবুজ রঙয়ের। এই জার্সি পরে সিলেট পর্বের বাকি দুই ম্যাচেই নামবে মোহাম্মদ মিঠুনের দল। তবে বাকি ম্যাচগুলোতেও এ জার্সি গায়ে নামবে কি না এ নিয়ে আসেনি কোনো অফিশিয়াল সিদ্ধান্ত।
এক নজরে দেখে নেওয়া যাক জার্সিতে ফুটে ওঠা ২০টি নিদর্শন।
১. সিলেটের পাহাড়
২. চা বাগান
৩. চা গাছ
৪. চা পাতা
৫. চায়ের পাত্র
৬. পট শিল্প
৭. সিলেটের পাথর
৮. হাওরের সৌন্দর্য
৯. লাল শাপলার সৌন্দর্য
১০. লালা খাল
১১. পরিযায়ী পাখি
১২. কিন ব্রিজ
১৩. আলী আমজাদ ক্লক টাওয়ার
১৪. দরগা গেট
১৫. শহীদ মিনার
১৬. বাংলা বর্ণমালা
১৭. নাগরী লিপি
১৮. ক্রিকেট বল
১৯. ক্রিকেট স্টাম্প
২০. সিলেটের ফুলের সৌন্দর্য