ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে শামার জোসেফ 

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে শামার জোসেফ 

 

ব্রিসবেন টেস্টে অজিরা যখন সহজ জয়ের পথে, তখন ২৪ বছর বয়সী এক বোলার একাই হতাশ করলো পুরো গ্যাবার দর্শকে। একে একে ৭ উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ বছরের সেই কাঙ্ক্ষিত জয় এনে দেন শামার জোসেফ। এতে ম্যাসেরার পর সিরিজসেরাও হন এই ডানহাতি পেসার। তবে তার নৈপুণ্যের বিচারে তিনি যেন দাবিদার আরও বড় পুরস্কার। এবার এলো সেটিই। সেই জয়ের পুরস্কার এবং স্বীকৃতিস্বরূপ শামারকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। 

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সিডব্লুআই জানায়, ব্রিসবেনের সেই ঐতিহাসিক জয়ে জোসেফের (শামার) অবদান ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

সিরিজের প্রথম টেস্ট দিয়ে অভিষেকে ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে সাড়া জাগান শামার। সঙ্গে তার উঠে আসার গল্প ছিল আরও সাড়াজাগানিয়া। পরের ম্যাচেও প্রমাণ করলেন নিজেকে। জানালেন, এটা স্রেফ ফ্লুক নয়। লাল বলে নিজেকে যেন অনন্য উচ্চতায় নিয়ে যেতেই এসেছেন এই ডানহাতি পেসার। 

শামার জোসেফকে কেন্দ্রীয় চুক্তিতে আনা প্রসঙ্গে সিডব্লুআইয়ের পরিচালক ও ক্রিকেট ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স কমিটির প্রধান এনোখ লুইস বলেন, ‘আমরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আমাদের দায়িত্ব হচ্ছে শামার জোসেফকে সিডব্লুআই ইন্টারন্যাশনাল রিটেইনার কন্ট্রাক্টে (কেন্দ্রীয় চুক্তি) আনা। তার মেধা ও নিবেদনেই গ্যাবায় আমাদের সাম্প্রতিক অসাধারণ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। এমন সম্ভাবনাময় মেধার স্বীকৃতি অবশ্যই দরকার। শামারকে চুক্তিতে আনা কেবলই পুরস্কার নয়। এটি সে অর্জন করেছে।’

সম্পর্কিত খবর