অভিষেকে রোহিতের উইকেট তুলে খাতা খুললেন বশির

অভিষেকে রোহিতের উইকেট তুলে খাতা খুললেন বশির

হায়দরাবাদ টেস্টে বেশিরভাগ সময় আক্রমণাত্মক ব্যাটিং করলেও বিশাখাপত্তনমে টেস্টের প্রথম দিনে শুরু থেকেই রয়েসয়ে ব্যাটিং করতে থাকে ভারত। এতে শুরুটা ভালো পেলেও অধিনায়ক রোহিত শর্মাকে ফিরতে হয় দ্রুতই। নিজের টেস্ট অভিষেকে এই তারকা ক্রিকেটারের উইকেট তুলে লাল বলের ক্রিকেটের প্রথম উইকেটটা স্মরণীয় করে রাখলেন শোয়েব।

এদিকে সেই চাপ সামলে নিলেও মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আরও একটি উইকেট হারায় স্বাগতিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিনের প্রথম সেশন শেষে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে ভারত।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে ব্যাটিংয়ে নেমে ধিরস্থিরভাবে এগোনো রোহিত ফেরেন ১৪ রান করে। পরে রানের গতি বাড়িয়ে এগোতে থাকেন শুভমান গিল। তবে তাকে থিতু হতে দেননি এই ম্যাচে একাদশে ফেরা ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন। দলীয় ৮৯ রানের মাথায় ৩৪ করে ফেরেন গিল।

ফিফটি তুলে নিয়ে ২২ গজে অপরাজিত আছেন যশস্বী জয়সোয়াল।

সম্পর্কিত খবর