ফাইনালে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ শ্রীলঙ্কার
অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে জমা করেছে ১৪৮ রান। যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে চলতি টুর্নামেন্টে আগের দু’বার দেখা হওয়ায় দু’বার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে ফাইনালে অবশ্য আগের দুই হারের শোধ তুলতে কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে বাংলাদেশকে। যা টপকাতে বেশ বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হতে পারে বাংলাদেশি ব্যাটারদের।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দলীয় শত রান পার করে লঙ্কানরা। দুই ওপেনার নেথমি পূর্ণা সেনারথনা ও দেউমি বিহঙ্গ উইজেরথনে দারুণ ব্যাট করেন বাংলাদেশি বোলারদের বিপক্ষে। উইকেটে কোনো আঘাত না আসতে দিয়ে উল্টো বাংলাদেশি বোলারদের চাপে রাখেন দু’জনে। তাদের দু’জনের ব্যাটেই বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা।
তাদের দু’জনের জুটি ভাঙে ১০৪ রানে। নিশিতার বলে ৪২ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরেন দেউমি। অবশ্য আরেক ওপেনার সেনারথনা ছিলেন শেষ পর্যন্ত। মাঝে আরও দুটি উইকেট পড়লেও শেষ পর্যন্ত উইকেটে থেকে লঙ্কানদের বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান সেনারথনা। খেলেন দলীয় সর্বোচ্চ ৫৭ বলে ৬৬ রানের ইনিংস।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনোমিকাল ছিলেন হাবিবা পিংকি ও রাবেয়া খাতুন। ৩ ওভার হাত ঘুরিয়ে উইকেট না পেলেও মাত্র ১৬ রান খরচ করেছেন পিংকি। রাবেয়া ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।