জানুন বিশ্বকাপ চ্যাম্পিয়নদের আদ্যোপান্ত
বিশ্বকাপ নামটাতেই কোথায় যেন লুকিয়ে রোমাঞ্চ, নাটকীয়তা আর রাজ্যের সব গল্প! প্রতিটা বিশ্বকাপই নতুন অধ্যায় নিয়ে সামনে আসে! আরও একটা বিশ্বকাপ ক্রিকেট আসর দরজায়। এবার ভারতে ফিরছে লড়াই।
সেই ১৯৭৫ সালে ইংল্যান্ডে শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের পথচলা। ১৯৭৫ সালের ৭ জুন, এদিনই শুরু হয় ওয়ানডে বিশ্বকাপের ধুন্ধুমার লড়াই। প্রথম তিন বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। তখন অবশ্য ম্যাচে প্রতি দল ছয়বলে ৬০ ওভার করে ব্যাটিং করত। আর সাদা পোশাকে ও লাল বলে দিনের বেলা খেলা অনুষ্ঠিত হতো। এখন যেটা হয়েছে ৫০ ওভারে। আর লাল পাল্টে হয়েছে সাদা বলে।
প্রথম বিশ্বকাপে অংশ নেয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পূর্ব আফ্রিকার একটি যৌথ দল। বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকায় সে সময় বিশ্বকাপে অংশ নিতে পারেনি। লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৯২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা হয় ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৩ সালে ইংল্যান্ডে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ আসর বসে। সেখানেও ফাইনালে ওঠে আসে ওয়েস্ট ইন্ডিজ। এবার অবশ্য তাদের থামিয়ে দেয় ভারত। কপিল দেবের দল ৪৩ রানে হারিয়ে বনে যায় বিশ্বচ্যাম্পিয়ন।
টানা তিনবারের পর বিশ্বকাপ বেরিয়ে আসে ইংল্যান্ড থেকে। প্রথমবারের মতো ইংল্যান্ডের বাইরের সেই আসর বসে ভারত ও পাকিস্তানে। ১৯৮৭ সালের বিশ্বকাপ থেকেই ৬০-এর বদলে ৫০ ওভারে খেলা শুরু হয়। উপমহাদেশে ফাইনালে অস্ট্রেলিয়া ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে জিতে নেয় ট্রফি।
১৯৯২-এর বিশ্বকাপ বসে অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ডে। যেখানে প্রথমবারের মতো রঙিন পোশাক ও সাদা বলে খেলা হয়। ছিল দিবা-রাত্রি ম্যাচ আর ফিল্ডিং সীমাবদ্ধতার নিয়ম। বর্ণবাদী শাসনের পতন এবং আন্তর্জাতিক ক্রীড়া বয়কটের সমাপ্তির পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল প্রথমবারের মতো আসে বিশ্বকাপে। সেবার ফাইনালে পাকিস্তান বাজিমাত করে। ইমরান খানের দল ফাইনালে ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে বনে যায় নতুন বিশ্বচ্যাম্পিয়ন!
১৯৯৬ সালে দ্বিতীয়বারের মতো ভারতীয় উপমহাদেশে বসে বিশ্বকাপ। লাহোরে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে অর্জুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কা জিতে নেয় তাদের প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে তার পরের সময়টুকু শুধু অস্ট্রেলিয়ার। ১৯৯৯ সালে ইংল্যান্ড ছাড়াও কিছু ম্যাচ স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হয়। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়াতে বসে ২০০৩ বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা বারো থেকে বাড়িয়ে চৌদ্দতে করা হয়। সেবার ফাইনালে ভারতকে ১২৫ রানে হারিয়ে ট্রফি জেতে অস্ট্রেলিয়া। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে ১৬টি দল অংশ নেয়। অস্ট্রেলিয়া ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৩ রানে হারিয়ে মেতে ওঠে শিরোপা জয়ের আনন্দে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকে। সঙ্গে টানা তিন বিশ্বকাপ জয়ের আনন্দ!
ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ একসঙ্গে ২০১১ বিশ্বকাপ আয়োজন করে। মুম্বাইয়ের ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ভারত দ্বিতীয়বিশ্বকাপ ট্রফি জেতে। প্রথমবারের মতো কোনো দেশ ঘরের মাঠে জেতে ট্রফি!
২০১৫ বিশ্বকাপ অস্ট্রেলিয়াও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করে। ১৪ দল বিশ্বকাপে অংশ নেয়। মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে। ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলসে দ্বাদশ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া দলের সংখ্যা কমিয়ে১০-এ আনা হয়। ফাইনালে নিউজিল্যান্ডকে ২৪১ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। নিউজিল্যান্ডও নির্ধারিত ৫০ ওভারে একই রান সংগ্রহ করে। সুপার ওভারে খেলা গড়ালে দুদলই ১৫ রান করে। এরপর ইংল্যান্ডের বাউন্ডারি সংখ্যা নিউজিল্যান্ড থেকে বেশি হওয়ায়ইংল্যান্ড প্রথমবারের জিতে নেয় বিশ্বকাপ ট্রফি!
সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। দুইবার করে উইন্ডিজ ও ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তান একবার করে। সবশেষ তাদের সঙ্গে যোগ দিয়েছে ইয়ন মরগানের ইংল্যান্ড।
চলুন পেছন ফিরে দেখে নিই এখন অবধি ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে কারা?
ওয়ানডে বিশ্বকাপের রোল অব অনার
বছর আয়োজক চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৭৫ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
১৯৭৯ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড
১৯৮৩ ইংল্যান্ড ভারত ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৭ ভারত-পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড
১৯৯২ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড পাকিস্তান ইংল্যান্ড
১৯৯৬ পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া
১৯৯৯ ইংল্যান্ড ও ওয়েলস অস্ট্রেলিয়া পাকিস্তান
২০০৩ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত
২০০৭ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা
২০১১ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা
২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস ইংল্যান্ড নিউজিল্যান্ড