শরিফুল তোপে শুরুতেই বিপদে সিলেট

শরিফুল তোপে শুরুতেই বিপদে সিলেট

চলতি বিপিএলে সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না সিলেট স্ট্রাইকার্সের। বদল এসেছে অধিনায়কত্বে। ভাষার মাস উপলক্ষে বদল এসেছে দলটির জার্সিতেও। তবে তাতে পারফরম্যান্সের গ্রাফে আসেনি তেমন কোনো পরিবর্তন। টেবিলের তলানির আরেক দল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমেও ধুঁকতে হচ্ছে সিলেটের ব্যাটারদের। শরিফুল ইসালমের বোলিং তোপে রীতিমতো দিশেহারা স্ট্রাইকার্স ব্যাটাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৫ ওভার শেষে ৩ উইকেট খরচায় ১৬ রান। উইকেটে জুটি গড়ার চেষ্টা চালাচ্ছেন নতুন অধিনায়ক মোহম্মদ মিঠুন ও সামিত প্যাটেল।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। শরিফুলের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরতে হয়েছে শামসুর রহমানকে। এরপর উইকেটে টিকতে পারেননি আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও। ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ইনিংসের চতুর্থ ওভারে শান্তকে ফেরানোর পরের বলেই শরিফুল তুলে নিয়েছেন জাকির হাসানের উইকেট। তাতেই রীতিমতো দিশেহারা সিলেট।

সম্পর্কিত খবর