সিলেটকে একাই টানলেন মিঠুন
সিলেট স্ট্রাইকার্সের এবারের বিপিএলটা খুবই বাজে কাটছে। ঢাকা পর্বে দুই ম্যাচ হেরে নিজেদের ঘরের মাঠ সিলেটে গিয়েছিল দলটা। এরপর সেখানে গিয়েও ভাগ্যের চাকা ঘোরেনি দলটির, সিলেটেও টানা তিন ম্যাচে হেরেছে। এরপর দলে এসেছে পরিবর্তন, মাশরাফি বিন মুর্তজা ছেড়েছেন দল, মোহাম্মদ মিঠুন এসেছেন অধিনায়কত্বে।
নেতৃত্বের শুরু ম্যাচেই তিনি জ্বলে উঠেছেন রীতিমতো। খেলেছেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। তবে দলের বাকিরা আটকে আছেন ওই ব্যর্থতার ঘেরাটোপে! তাই সিলেট স্ট্রাইকার্সও থেমে গেছে ১৪২ রান তুলতেই।
পাওয়ারপ্লেতে রান তুলতে পারছে না, উইকেট চলে যাচ্ছে একের বেশি। এবারের বিপিএলে সিলেটের সবচেয়ে বড় সমস্যা এখানেই। আজও সে সমস্যায় পড়তে হলো দলটাকে।
রান দুই অঙ্কে যাওয়ার আগে ওপেনার শামসুর রহমান, এরপর ১৩ রানের মাথায় নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসানকেও হারাল সিলেট। এরপর পাঁচে নামা মিঠুন হাল ধরেন দলের। সামিত পাটেলের সঙ্গে তার ৫৭ রানের জুটি দলকে বিপদমুক্ত করে।
পাটেলের বিদায়ের পর মিঠুন সতীর্থদের আসা যাওয়াই দেখেছেন কেবল। তবে নিজে ছিলেন ঠায় দাঁড়িয়ে। শেষ দিকে হাত খুলেছেন। সব মিলিয়ে ৪ চার আর ৩ ছয়ে খেলেছেন ৪৬ বলে ৫৯ রানের ইনিংস। শেষ দিকে আরিফুল হকও ৯ বলে করেছেন ২১। তাদের এই ব্যাটিংয়ের সুবাদে শেষমেশ ৮ উইকেট খুইয়ে ১৪২ রান তুলে ইনিংস শেষ করে সিলেট।