৩ ফিফটিতে উইন্ডিজকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

৩ ফিফটিতে উইন্ডিজকে হেসেখেলে হারাল অস্ট্রেলিয়া

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের ২৩১ রানে আটকে রাখার পর অজিরা ম্যাচ জিতিয়েছে ৮ উইকেট ও ৬৯ বল হাতে রেখে। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টসে জিতে সফরকারীদের ব্যাট করতে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে অজি বোলাররা। পাওয়ার প্লের আগে ৩৭ রানেই তুলে নেয় ৩ উইকেট। এরপর অবশ্য কেসি কার্টি প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। তাকে দারুণ সঙ্গ দেন রোস্টন চেজ। ৫৯ রানে ৪ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যান ১৬৯ পর্যন্ত। চেজ ৫৯ ফেরার পর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কার্টিও। এই ব্যাটার ফিরেছেন ১০৮ বলে ৮৮ রান করে।

এ দু’জনের ফেরার পর শেষ দিকে সুবিধা করতে পারেনি ক্যারিবীয়দের বাকি ব্যাটাররা। ৪৮.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে জমা করে ২৩১ রান। নিজের অভিষেক ম্যাচে ১৭ রানে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট শিকার করেছেন জেভিয়ার কলিন বার্টলেট।

জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ৪ রানেই ফিরতে হয়েছে ট্র্যাভিস হেডকে। এরপর অবশ্য ক্যামেরুন গ্রিনকে নিয়ে ফিফটি তুলে দলকে জয়ের পথ দেখিয়েছেন জস ইঙ্গলিস। ৪৩ বলে ৬৫ রান করে ইঙ্গলিস ফিরলেও আর ভুল করেনি অজিরা। গ্রিনের সঙ্গে জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন স্টিভেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের ২৩২ রানের লক্ষ্য টপকে গেছেন ৩৮.৩ ওভারে। জয়ের পথে গ্রিন অপরাজিত ছিলেন ১০৪ বলে ৭৭ রানে। অপরদিকে ৭৯ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ।

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে আগামী ৪ ফেব্রুয়ারি সিডনিতে ফের মুখোমুখি হবে দু’দল।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ওয়েস্ট ইন্ডিজ: ২৩১ (৪৮.৪ ওভার); (কার্টি ৮৮, চেজ ৫৯; বার্টলেট ৪/১৭)
অস্ট্রেলিয়া: ২৩২/২ (৩৮.২ ওভার); (ইঙ্গলিস ৬৫, গ্রিন ৭৭, স্মিথ ৭৯; ফর্ড ১/৩৭)
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সম্পর্কিত খবর