কলম্বো টেস্টের প্রথম দিনেই বিপদে আফগানরা

কলম্বো টেস্টের প্রথম দিনেই বিপদে আফগানরা

কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটা মোটেও ভালো যায়নি আফগানিস্তানের। শুরুতে ব্যাট করতে নেমে দলটি প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৯৮ রানে। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়েই প্রথমদিনে স্কোরবোর্ডে ৮০ রান তুলেছে স্বাগতিকরা। যদিও স্বাগতিকদের চেয়ে এখনও আফগানরা এগিয়ে ১১৮ রানে।

প্রথম দিনে দারুণ ব্যাট করা লঙ্কানদের দুই ওপেনার নিশান মাদুষ্কা ও দিমুথ কারুণারত্নে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন। ৩৬ রানে উইকেটে আসছেন মাদুষ্কা ও ৪২ রানে কারুণারত্নে।

এদিন প্রথমবারের মতো নতুন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার অধীনে টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। দলেও অভিষেক করানো হয়েছে একজনের। অন্যদিকে আফগানদের চারজনের মাথায় ওঠেছে টেস্ট ক্যাপ। সব মিলিয়ে এই টেস্টে অভিষেক হয়েছে পাঁচ ক্রিকেটারের।

এর আগে, কলম্বোয় টসে হরে ব্যাট করতে নেমে সকালের শুরুতেই ফিরতে হয়েছে ইব্রাহিম জাদরানকে। এরপর নূর আলি জাদরানকে নিয়ে টানছিলেন রহমত শাহ। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নূর। ৩১ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর হতাশ করেছেন হাসমতউল্লাহ ও নাসির জামাল। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালাচ্ছিলেন রহমত।

ছিলেন সেঞ্চুরির পথেও। তবে তার আগেই ভুলটা করেছেন এই ব্যাটার। জয়সুরিয়াকে খেলতে গিয়ে ১৩৯ বলে ৯১ রানে ফিরতে হয়েছে তাকে। তার ফেরার পর হাল ধরতে পারেনি দলটির কোনো ব্যাটার। শেষ দিকে দুই ফানার্ন্দোর বোলিং তোপে দলটি গুটিয়ে গেছে ৬২.২ ওভারে ১৯৮ রানে। লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফানার্ন্দো ২৪ রান খরচায় তুলেছেন ৩ উইকেট। অন্যদিকে ভিশা ফার্নান্দো ৫১ রান খরচায় তুলেছেন ৪ উইকেট। লঙ্কানদের আরেক বোলার প্রবাথ জয়সুরিয়ার শিকার ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (প্রথম দিন)
আফগানিস্তান: ১৯৮ (৬২.৪ ওভার); (নূর ৩১, রহমত ৯১, ইকরাম ২১; ভিশা ৪/৫১, আশিথা ৩/২৪, জয়সুরিয়া ৩/৬৭)
শ্রীলঙ্কা: ৮০/০ (১৪ ওভার); ( মাদুষ্কা ৩৬*, কারুণারত্নে ৪২*)

সম্পর্কিত খবর