তানভীরের তোপে পড়ে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড চট্টগ্রামের

তানভীরের তোপে পড়ে বিপিএলে সর্বনিম্ন রানের রেকর্ড চট্টগ্রামের

হ্যাটট্রিক জয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে এসেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সংখ্যাটা চারে উন্নীত করার লক্ষ্যই যে ছিল, তা বলাই বাহুল্য। তবে ম্যাচের অর্ধেক শেষ না হতেই সে সম্ভাবনাটা উবে গেছে অনেকটাই। তানভীর ইসলামের তোপে পড়ে যে কুমিল্লার সামনে ৭২ রানেই অলআউট হয়ে গেছে চট্টগ্রাম! 

তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছে চট্টগ্রাম। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বনিম্ন রানে অলআউটের নজির গড়ল দলটা। 

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কুমিল্লা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ১ রান তুলতেই ইন ফর্ম তানজিদ তামিম সাজঘরে ফেরেন রেমন রেইফারের শিকার হয়ে। এরপর শুরু হয় তানভীরের জাদুর। 

চট্টগ্রামের পরের চার ব্যাটারকে একে একে সাজঘরের রাস্তা দেখান তিনি। তার মধ্যে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করা টম ব্রুসও আছেন। নিজের চার ওভারে তানভীর দেন ১৩ রান, তুলে নেন ৪ উইকেট। চট্টগ্রামের ব্যাটিং খেই হারিয়ে ফেলে এখানেই।

তানভীরের ওভার শেষ হয়ে গিয়েছিল ইনিংসের মাঝপথ না যেতেই। এরপরও যে ইনিংস গড়বে চট্টগ্রাম, সে সুযোগটাও আসেনি। তানভীরের পর আলিস ইসলাম, আমির জামাল, মুস্তাফিজুর রহমানরা সে সুযোগটা দেননি চট্টগ্রামকে। তাতে ৭২ রান তুলতেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

সম্পর্কিত খবর