নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

ফেব্রুয়ারির শুরুতে এসে নারী ফুটবল প্রাণ ফিরে পেল। বছরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে নেপালের বিপক্ষে। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে বাংলাদেশ জিতেছে দারুণভাবে। ৩-১ গোলে হারিয়েছে সফরকারী নেপালকে। তাতে এবারের আসরটা দারুণভাবে শুরু করল বাংলাদেশ।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধের আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বিরতির পর গোল শোধ করে নেপাল ইঙ্গিত দিয়েছিল ম্যাচে ফেরার। তবে এরপরই আরও এক গোল করে নেপালের আশা শেষ করে দেয় বাংলাদেশ, ম্যাচটা শেষ করে সে ব্যবধানেই।

ম্যাচের প্রথম গোলটা কোচ সাইফুল বারী টিটুর দল পেয়েছিল প্রতিপক্ষের ভুল থেকে। নেপালি গোলরক্ষক ঠিকঠাক গোলকিকটা নিতে পারেননি। যার ফলে বলের দখল পেয়ে যায় বাংলাদেশ। সেখান থেকে বক্সে থাকা সাগরিকার কাছে চলে যায় বল। দ্বিতীয় ছোঁয়াতে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান সাগরিকা।

বাংলাদেশ দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেছে একটু পরই। ইতি খাতুনের ক্রস থেকে মুনকি আক্তার বল জড়ান নেপালের জালে। 

৫২ মিনিটেই সুকরিয়া মিয়ার এক গোল শোধ করে ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর ইঙ্গিত দেয় নেপাল। এর চার মিনিট পরেই গোল করে তাদের সে আশা গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। এবার গোল করেন সে সাগরিকাই। শেষমেশ এই ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ। তাতে ফাইনালের পথেও বড় এক ধাপ এগোলো কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। 

সম্পর্কিত খবর