চট্টগ্রামকে গুঁড়িয়ে জয়ে ফিরল কুমিল্লা

চট্টগ্রামকে গুঁড়িয়ে জয়ে ফিরল কুমিল্লা

ম্যাচটা তো শেষ হয়ে গিয়েছিল প্রথম ইনিংস শেষেই! হবেই বা না কেন বলুন? শুরুতে ব্যাট করা দল ৭২ রানে অলআউট হওয়ার পর আর ম্যাচে কীইবা বাকি থাকে? থাকেওনি। চট্টগ্রামকে ৭২ রানে অলআউট করা কুমিল্লা ভিক্টোরিয়ান্সই জিতেছে শেষমেশ, ৬৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। 

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কুমিল্লা। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ১ রান তুলতেই ইন ফর্ম তানজিদ তামিম সাজঘরে ফেরেন রেমন রেইফারের শিকার হয়ে। এরপর শুরু হয় তানভীরের জাদুর। 

চট্টগ্রামের পরের চার ব্যাটারকে একে একে সাজঘরের রাস্তা দেখান তিনি। তার মধ্যে ইনিংস সর্বোচ্চ ২৭ রান করা টম ব্রুসও আছেন। নিজের চার ওভারে তানভীর দেন ১৩ রান, তুলে নেন ৪ উইকেট। চট্টগ্রামের ব্যাটিং খেই হারিয়ে ফেলে এখানেই।

তানভীরের ওভার শেষ হয়ে গিয়েছিল ইনিংসের মাঝপথ না যেতেই। এরপরও যে ইনিংস গড়বে চট্টগ্রাম, সে সুযোগটাও আসেনি। তানভীরের পর আলিস ইসলাম, আমির জামাল, মুস্তাফিজুর রহমানরা সে সুযোগটা দেননি চট্টগ্রামকে। তাতে ৭২ রান তুলতেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম।

এরপর জবাব দিতে নেমে লিটন দাস আউট হয়েছেন আজ এক অঙ্কেই। এরপর মাহিদুল অঙ্কনও তাই। খানিকটা নড়বড়েই হয়ে পড়েছিল কুমিল্লা। 

তবে তা দূর হয় তাওহীদ হৃদয়ের ব্যাটে। তিনি ১৩ বলে ৩১ রানের দারুণ এক ইনিংস খেলেন। সে এক ইনিংসই কুমিল্লাকে নিয়ে যায় জয়ের কাছে। 

শেষ দিকে তিনি আউট হয়েছেন বটে। কিন্তু তা কুমিল্লাকে জয় বঞ্চিত আর রাখতে পারেনি। রিজওয়ান ১৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

 

সম্পর্কিত খবর