শ্রীলঙ্কা আসছে ১ মার্চ, ঢাকায় খেলবে না এক ম্যাচও!

শ্রীলঙ্কা আসছে ১ মার্চ, ঢাকায় খেলবে না এক ম্যাচও!

বিপিএলের ব্যস্ততা শেষ হতে না হতেই বাংলাদেশ ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। ১ মার্চ শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে, তখনও বিপিএল থাকবে ফাইনালের অপেক্ষায়। তবে এবারের এই সিরিজ এক ভিন্নতা নিয়ে হাজির হচ্ছে। এবারই প্রথম কোনো সিরিজ আয়োজন করছে বাংলাদেশ, যেখানে ঢাকায় নেই একটি ম্যাচও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ফরম্যাটের সব ম্যাচই হবে সিলেট ও চট্টগ্রামে। 

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে পহেলা মার্চ বাংলাদেশে পা রাখবে লঙ্কান ক্রিকেট দল। আজ শুক্রবার বিসিবি এক বিবৃতিতে তাদের বিপক্ষে পূর্ব নির্ধারিত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। 

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ শুরু হবে সিলেটে। শুরুতে হবে টি-টোয়েন্টি সিরিজ। ৪, ৬ ও ৯ মার্চ হবে তিন ম্যাচ। প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ছয়টায় শুরু হলেও শেষ ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়। 

এরপর দুই দলের গন্তব্য হবে চট্টগ্রাম। সেখানে ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে তিনটি ওয়ানডে। প্রথম দুটো ম্যাচ দিবা রাত্রির। এরপর শেষ ওয়ানডে হবে দিনের আলোয়। ১১ বছর পর বাংলাদেশ দেশের মাঠে দিনের আলোয় খেলবে কোনো ওয়ানডে ম্যাচ।

এরপর ২২ মার্চ সিলেটে হবে প্রথম টেস্ট। ৩০ মার্চ দ্বিতীয় টেস্টের জন্য আবার চট্টগ্রামে ফিরবে দুই দল।

ম্যাচ

তারিখ

ম্যাচ শুরু

ভেন্যু

১ম টি–টোয়েন্টি

৪ মার্চ

সন্ধ্যা ৬টা

সিলেট

২য় টি–টোয়েন্টি

৬ মার্চ

সন্ধ্যা ৬টা

সিলেট

৩য় টি–টোয়েন্টি

৯ মার্চ

বিকেল ৩টা

সিলেট

১ম ওয়ানডে

১৩ মার্চ

বেলা ২–৩০ মি.

চট্টগ্রাম

২য় ওয়ানডে

১৫ মার্চ

বেলা ২–৩০ মি.

চট্টগ্রাম

৩য় ওয়ানডে

১৮ মার্চ

সকাল ১০টা

চট্টগ্রাম

১ম টেস্ট

২২–২৬ মার্চ

সকাল ১০টা

সিলেট

২য় টেস্ট

৩০ মার্চ–৩ এপ্রিল

সকাল ১০টা

চট্টগ্রাম

সম্পর্কিত খবর