সেমি নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমি নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। উদ্দেশ্য যত কম রানে আটকে রাখে পাকিস্তানের বিপক্ষে জয় তোলা যায়। কেননা, তবেই সেমি ফাইনালে উঠার রান রেটের কঠিন সমীকরণ মিলবে বাংলাদেশের। এমন ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

কেনন, সেমির দৌড়ে বাংলাদেশের চেয়ে অবশ্য অনেকটাই এগিয়ে আছে পাকিস্তান। আজ জিতলেই সেমি ফাইনালের টিকিট নিশ্চিত পাকিস্তানের। অপরদিকে বাংলাদেশকে শুধু ম্যাচটা জিতলেই হবে না, বড় ব্যবধানে জিতে নেট রান রেটেও পাকিস্তানের থেকে এগিয়ে যেতে হবে। তাই আজ জয় ছাড়া বিকল্প নেই টাইগার যুবাদের হাতে।

আরও সহজ করে বললে পাকিস্তান যদি ২৫০ রান করে সেক্ষেত্রে বাংলাদেশকে সে রান তাড়া করতে হবে ৩৯.১ ওভারের মধ্যে। মোট কথা, টার্গেট যত কম হবে, সেটা তাড়ার করার সময়ও তত কম পাবে বাংলাদেশ। তবে পাকিস্তানকে যদি ২০১ রানে থামিয়ে দিতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে জয় নিশ্চিত করতে হবে ৩৮.৩ ওভারের মধ্যে, পাকিস্তানকে ১৫০ রানে আটকানো গেলে ৩৮.২ ওভারের মধ্যেই জয় সুনিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ: শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ (অধিনায়ক), আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পাভেজ জীবন, মাহফুজুর রহমান রাবি (অধিনায়ক), রোহানাত দৌল্লা বরসন, মোঃ ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সম্পর্কিত খবর