ফাহিম-নাওয়াজ তাণ্ডবে বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট খুলনার

ফাহিম-নাওয়াজ তাণ্ডবে বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট খুলনার

চলতি বিপিএলে টানা চার জয়ে রীতিমতো উড়ছে খুলনা টাইগার্স। সেই দলটিকে এদিন অল্পতে বেধে ফেলার সুযোগ ছিল ফরচুন বরিশালের। মাঝে দ্রুত উইকেট তুলে সেই আভাসও দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সেটি হতে দেয়নি পাকিস্তানের দুই ব্যাটার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ। এই দুই ব্যাটারের তাণ্ডবে বরিশালকে ১৫৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে খুলনা।

সিলেটে নিজেদের শেষ ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। শুরুতেই ফিরতে হয়েছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। এরপর হতাশ করেছেন হাবিবুর রহমান সোহানও। তবে দলকে সেই বিপদ থেকে টেনে তোল ছিলেন পারভেজ হোসেন ইমন। দলকে রেখেছিলেন বড় সংগ্রহের পথে। তবে সেই পথে খুব বেশি দূর দলকে টানতে পারেননি এই ব্যাটার। ফিরতে হয়েছে ২৪ বলে ৩৩ রান করে। দলীয় ৬১ রানে ইমন ফিরলে উইকেটে ধস নামে খুলনার। পরের ১৮ রান যোগ করার আগেই ফিরে যান দলটির ৪ ব্যাটার।

শঙ্কা জাগে লড়াই করার পুঁজি দাঁড় করানো নিয়ে। অবশ্য পরে ব্যাট হাতে সেই শঙ্কা দূর করেছেন পাকিস্তানের দুই অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। দু’জনে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং টার্গেট পেতে সাহায্য করেছেন। ৮ম উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেছেন ৬৭ রান। শেষ চার ওভারে রান তুলেছেন ৬৭।

দলের হয়ে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন নাওয়াজ। অন্যদিকে আগ্রাসী ফাহিমের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৩২ রান। তাদের দুই জনের ব্যাটে ভর করেই খুলনার ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৫৫ রানে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
খুলনা টাইগার্স: ১৫৫/৮; (ইমন ৩৩, নাওয়াজ ৩৮*, ফাহিম ৩২; তাইজুল ২/৭, মালিক ২/২৪)

সম্পর্কিত খবর