মাশরাফির পর তবে তাসকিনও!
মাশরাফি বিন মুর্তজা এমনিতে বাংলাদেশ ক্রিকেটকে কম অর্জনের দুয়ারে নিয়ে যাননি। তবু মাশরাফির ক্যারিয়ার দেশের ক্রিকেটের অন্যতম বড় আক্ষেপের নাম। যে প্রতিশ্রুতি ছিল তার শুরুর পারফর্ম্যান্সে, তাতে তো দেশের ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটেরই অন্যতম মহীরুহ হওয়ার কথা!
সে পথটা তার আগলে দাঁড়িয়েছিল দুই হাঁটুর চোট। যে কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে হয়েছিল সেই ২৫ বছর বয়সে। এমন কিছু বুঝি আরও একবার দেখতে চলেছে বাংলাদেশের ক্রিকেট। দেশসেরা পেসার টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন। এবার মাশরাফির জায়গায় মুখটা বদলে যাচ্ছে, মুখটা তাসকিন আহমেদের।
এমনিতে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে মিলের অভাব নেই। ঝলমলে শুরু, এরপর চোট সমস্যায় ছিটকে যাওয়া, বিশ্বকাপ মিস করা, এরপর ফিরে আসা, দেশসেরা পেসারের তকমাটা আবারও দখলে নেওয়া… তার সঙ্গে তবে এবার মিলে যাচ্ছে দুজনের টেস্ট ক্যারিয়ারের গ্রাফও; বয়স যখন মধ্য বিশে, তখন সাদা পোশাকে তাদের ক্যারিয়ারে যবনিকা ফেলে দিচ্ছে চোট।
তাসকিন আহমেদের চোট সমস্যা তাকে ভোগাচ্ছে বহু দিন ধরে। এখনও কাঁধের চোট বয়ে নিয়ে বেড়াচ্ছেন। সে চোটের কারণেই তিনি সরে দাঁড়াতে চাইছেন টেস্ট ক্রিকেট থেকে। ক্রিকবাজ জানাচ্ছে, ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন তাসকিন, এখন আছেন তাদের জবাবের অপেক্ষায়।
সে চিঠিতে তাসকিন বোর্ডকে জানিয়েছেন, শুধু সাদা বলের ক্রিকেটেই যেন তাকে বিবেচনায় রাখা হয়। তার বিশ্বাস, কাঁধে যে চোট নিয়ে তিনি খেলে বেড়াচ্ছেন এখন, টেস্ট না খেলে শুধু সাদা বলের ক্রিকেট খেলে গেলে তিনি সে চোট থেকে সেরে ওঠার জন্য বেশি সময় পাবেন। যাতে দিনশেষে উপকার করবে দুই পক্ষেরই।
তাসকিনের এই চোট থেকে সেরে ওঠার বিষয়টি আরও সহজ হয়, যদি তিনি অস্ত্রোপচার করান তার কাঁধে। কিন্তু এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে বলে এই সিদ্ধান্তটা নিতে আগ্রহী নন তাসকিন।
তার টেস্ট থেকে সরে দাঁড়ানোর চিঠি পেয়েছে বিসিবি, বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বলেছেন, ‘সে একটা চিঠি পাঠিয়েছে, যেখানে সে বলেছে দীর্ঘ পরিসরের ক্রিকেটে সে আর খেলতে চায় না। বিপিএলের পর তার সঙ্গে বসে এই বিষয়ে আমরা আলোচনা করব।’
বিষয়টা তিনি ছেড়ে দিয়েছেন কোচের ওপর। তিনি বলেন, ‘কোচ দেশে আসুক। তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বর্তমানে ছুটিতে আছেন, তিনি ফিরবেন আগামী ২২ ফেব্রুয়ারি। বিপিএল শেষ হওয়ার পরই আছে শ্রীলঙ্কা সিরিজ। শেষমেশ এই বৈঠক কখন হয়, তাসকিন কখন তার জবাব পান, তা তাই এখনও অনিশ্চিত।