জয়ের খোঁজে চেন্নাইয়ে সাকিব-মিরাজরা

জয়ের খোঁজে চেন্নাইয়ে সাকিব-মিরাজরা

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাত্তা না পেলেও ম্যাচ শেষে ঘুরে দাঁড়ানোর আশার কথা শুনিয়েছিলেন সাকিব আল হাসান। সেই আশা নিয়েই আসরের তৃতীয় ম্যাচ খেলতে চেন্নাইয়ে পা রেখেছে বাংলাদেশ দল। যেখানে ফুরফুরে মেজাজেই দেখা গেছে সবাইকে। আগামী ১৩ অক্টোবর এই ফুরফুরে মেজাজেই নিউজিল্যান্ড বধে মাঠে নামবে সাকিবের দল।

বাংলাদেশ দল চেন্নাইতে পা রাখার পর সবার লিটন-শান্তদের মুড অবশ্য আহামরি ভালো থাকার কথা না। ইংল্যান্ডের বিপক্ষে বড় হারে স্বস্তিতে নেই বাংলাদেশ। তবে ধর্মশালা থেকে চেন্নাইতে বাংলাদেশ ফিরেছে দুই পয়েন্ট নিয়ে।

টাইগারদের এবারের মিশন নিউজিল্যান্ড। খেলা হবে চেন্নাইয়ের উইকেটে। যেটা হতে পারে স্পিনারদের স্বর্গ। চলতি বিশ্বকাপে দুই ম্যাচেই স্পিনাররাই দাপট দেখিয়েছেন। তার ওপর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যাদের বিপক্ষে দিনকয়েক আগেই খেলেছিলো টাইগাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের আছে সুখস্মৃতি। তেমনি নিরপক্ষেপ ভেন্যুতে। তবে সেসব এখন অতীত। নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের সব শেষ দেখা হয়েছিলো ইংল্যান্ডের ওভালে। সেবার মুশফিকের সহজ ভুলে বিশ্বকাপের সেমির সমীকরণ মেলাতে পারেনি মাশরাফীর দল। এবার সাকিবের দল আর সেই ভুল করবেন না, এমনটাই চাওয়া সবার।

শুক্রবার ম্যাচ। বাকী আর দুইদিন। তাইতো বুধবার চেন্নাইয়ে পাড়ি জমিয়েছে টাইগাররা। উইকেট কেমন হবে, একটু ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া কিংবা প্র‍্যাকটিস, সব মিলিয়ে সময় পাবে একদিন।

সম্পর্কিত খবর