মিরাজ-মালিক তাণ্ডবে ভাঙল খুলনার জয়ের ধারা
চলতি বিপিএলে টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচে এসে ব্যাট হাতে খানিকটা বিপদেই পড়ে গিয়েছিল খুলনা টাইগার্স। ১৬ ওভারে ৭ উইকেট খরচায় রান তুলেছিল ৮৮। এরপর অবশ্য দুই পাকিস্তানির তাণ্ডবে ঘুরে দাঁড়িয়ে দেড়শ পেরোনো টার্গেট ছুড়ে দলটি। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচটা কঠিন বানিয়ে ফেললেও শেষটাই ম্যাচ নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। মিরাজ-মালিক তাণ্ডবে ম্যাচ জিতেছে ৫ উইকেট হাতে রেখে। টুর্নামেন্টে তুলেছে তৃতীয় জয়।
জয়টা প্রায় হাতছাড়াই হতে বসেছিল বরিশালের। ম্যাচ জিততে শেষ দুই ওভারে ৩৭ রান করতে হতো তাদের। তবে ১৯ তম ওভারে ১৯ রান নিয়ে অর্ধেক কাজটা সহজ করে ফেলে তারা। এরপর শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৮ রান। সেটা আরও সহজ হয়ে যায় দাসুন শানাকার প্রথম বলেই মিরাজা ছক্কা হাঁকালে। বাকি কাজটুকু করেছেন শোয়েব মালিক। দলকে জিতেয়েছেন দুই বল হাতে রেখে।
লক্ষ্যটা মাঝারি মানের হলেও ম্যাচ থেকে প্রায় ছিটকেই গিয়েছিল বরিশাল। ১৬ ওভারে ১০০ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। এরপর অবশ্য আর কোনো আঘাত আসতে দেননি মিরাজ-মালিক। দু’জনের অবিছিন্ন থেকে ম্যাচ নিজেদের করে নিয়েছেন। জয়ের পথে মালিক ২৫ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে মিরাজ ১৫ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে, সিলেটে নিজেদের শেষ ম্যাচে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। শুরুতেই ফিরতে হয়েছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। এরপর হতাশ করেছেন হাবিবুর রহমান সোহানও। তবে দলকে সেই বিপদ থেকে টেনে তোল ছিলেন পারভেজ হোসেন ইমন। দলকে রেখেছিলেন বড় সংগ্রহের পথে। তবে সেই পথে খুব বেশি দূর দলকে টানতে পারেননি এই ব্যাটার। ফিরতে হয়েছে ২৪ বলে ৩৩ রান করে। দলীয় ৬১ রানে ইমন ফিরলে উইকেটে ধস নামে খুলনার। পরের ১৮ রান যোগ করার আগেই ফিরে যান দলটির ৪ ব্যাটার।
শঙ্কা জাগে লড়াই করার পুঁজি দাঁড় করানো নিয়ে। অবশ্য পরে ব্যাট হাতে সেই শঙ্কা দূর করেছেন পাকিস্তানের দুই অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। দু’জনে জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং টার্গেট পেতে সাহায্য করেছেন। ৮ম উইকেট জুটিতে স্কোরবোর্ডে যোগ করেছেন ৬৭ রান। শেষ চার ওভারে রান তুলেছেন ৬৭।
দলের হয়ে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন নাওয়াজ। অন্যদিকে আগ্রাসী ফাহিমের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ৩২ রান। তাদের দুই জনের ব্যাটে ভর করেই খুলনার ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৫৫ রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
খুলনা টাইগার্স: ১৫৫/৮; (ইমন ৩৩, নাওয়াজ ৩৮*, ফাহিম ৩২; তাইজুল ২/৭, মালিক ২/২৪)
ফরচুন বরিশাল: ১৫৬/৫ (১৯.৪ ওভার); (সৌম্য ২৬, মুশফিক ২৭, মালিক ৪১*, মিরাজ ৩১*; ফাহিম ৩/১৮)
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।