ইংলিশদের গুঁড়িয়ে চালকের আসনে ভারত

ইংলিশদের গুঁড়িয়ে চালকের আসনে ভারত

বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনেই চলে এসেছে স্বাগতিক ভারত। ৩৯৬ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করার পর ইংলিশদের অলআউট করে দিয়েছে এই দিনেই। সফরকারীদের ২৫৩ রানে আটকে দিয়ে পেয়ে গেছে ১৪৩ রানের বিশাল এক লিড। 

দিনের শুরুটা যশস্বী জয়সওয়ালের। ১৭৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন। থেমেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করে তবেই।

ওপাশে অবশ্য কেউই থিতু হতে পারেননি ঠিকঠাক। তবে তাদের আসা-যাওয়া দেখতে দেখতেই ওপাশে জয়সওয়াল খেলে ফেলেন ২০৯ রানের দারুণ ইনিংসটি। অষ্টম ব্যাটার হিসেবে তিনি যখন আউট হলেন জেমস অ্যান্ডারসনের বলে, তখন ভারতের রান হয়ে গেছে ৩৮৩। এরপর ভারত থেমেছে শেষমেশ ৩৯৬ রানে। 

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পাশে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানটা শুভমান গিলের, তিনি করেছেন মোটে ৩৪। এমন কিছু ক্রিকেট বিশ্ব এর আগে স্রেফ একবারই দেখেছে। ২০০৫ সালে ব্রিসবেনে ব্রায়ান লারা খেলেছিলেন এমন এক ইনিংস, যার ডাবল সেঞ্চুরির পাশে দ্বিতীয় সর্বোচ্চ রানটা ছিল স্রেফ ৩৪, ডোয়াইন স্মিথের। তার এই কীর্তিতে আজ ভাগ বসান জয়সওয়াল।

এরপর ইংল্যান্ড শুরুটা করেছিল ভালো। বেন ডাকেট আর জ্যাক ক্রলি মিলে রান তুলছিলেন ওভারপ্রতি ৬ করে। তবে সে অতি আক্রমণই কাল হয়েছে ইংলিশদের। ডাকেট ১১তম ওভারে ফেরেন অক্ষর পাটেলের শিকার বনে। এরপর থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে ইংলিশরা। 

এর কারণ যশপ্রীত বুমরাহ। দিনের সেরা দুই মুহূর্ত উপহার দিয়েছেন নিখুঁত ইয়র্কারে দুই ইংলিশ ব্যাটারের উইকেট উপড়ে ফেলে। প্রথমটা ওলি পোপের উইকেট, দ্বিতীয়টায় ইয়র্কারটায় তিনি শিকার করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে। বোল্ড হওয়ার পর বেশ কিছুক্ষণ কিংকর্তব্যবিমূড় হয়ে দাঁড়িয়েই ছিলেন স্টোকস, বল যে এতই নিখুঁত ছিল!

এর আগে স্টোকস করেছেন ৪৭। শেষ দিকে তিনিই মূলত টেনেছেন ইংলিশদের। তার আগ পর্যন্ত এ দায়িত্বটা সামলেছেন ক্রলি। ইনিংস সর্বোচ্চ ৭৬ রান এসেছে তার ব্যাট থেকে।

ওদিকে বুমরাহ ৪৫ রান খরচায় তুলে নিয়েছেন ৬ উইকেট। কুলদিপ যাদবের ৩ আর অক্ষরের ঝুলিতে গেছে বাকি একটি উইকেট। ভারত ১৪৩ রানের বিশাল লিড পায় তাতেই। 

নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটাওস স্বাগতিকরা করেছে ভালো। দিন শেষ করেছে ২৮ রান তুলে।

সম্পর্কিত খবর