ম্যাথিউস-চন্ডিমালের সেঞ্চুরি, রান পাহাড়ে শ্রীলঙ্কা

ম্যাথিউস-চন্ডিমালের সেঞ্চুরি, রান পাহাড়ে শ্রীলঙ্কা

প্রথম ইনিংসে আফগানিস্তান তেমন বড় স্কোর গড়তে পারেনি। তার জবাবে শ্রীলঙ্কা রীতিমতো রান পাহাড়েই চড়ে বসেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দীনেশ চন্ডিমালের দুই সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিন শেষে তাদের স্কোর ৪১০। লিডটা এখনই ২১২ রানের। 

আগের দিন আফগানদের ১৯৮ রানে অলআউট করে দিন শেষ হবার আগেই ৮০ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে দুই ওপেনার নিশান মাদুশকা আর দিমুথ করুণারত্নে আজ বেশি দূর এগোতে পারেননি। দিনের শুরুতেই মাদুশকা ফেরেন নাভিদ জাদরানের শিকার হয়ে। 

১০ রান করা কুশল মেন্ডিস ফেরেন এরপর। দলীয় ১৪৮ রানের মাথায় ৭৭ রান করা করুণারত্নেও যখন ফিরলেন সাজঘরে, তখন আফগানরা লিড পাওয়ার একটা দূরতম স্বপ্ন দেখতে পাচ্ছিল যেন। 

তবে সেটা উবে যায় কিছুক্ষণের মধ্যেই। দুই অভিজ্ঞ ব্যাটার ম্যাথিউস আর চন্ডিমাল মিলে লিড এনে দেন শ্রীলঙ্কাকে। সেখানেই থামেননি দুজন। ২৩২ রানের জুটি গড়েছেন চতুর্থ উইকেটে। 

সেঞ্চুরি করেছেন দুজনেই। ১০৭ রান করে চন্ডিমাল ফিরেছেন নাভিদের বলে স্টাম্পড হয়ে। পরের বলেই ধনাঞ্জয়া ডি সিলভা হয়েছেন রান আউট। এরপর ১৪১ রান করা ম্যাথিউস ফিরেছেন হিট আউট হয়ে, দিনের একেবারে শেষ বলে। ততক্ষণে রান পাহাড়ে চড়ে চালকের আসনে চেপে বসা হয়ে গেছে শ্রীলঙ্কার।

সম্পর্কিত খবর