বসুন্ধরাকে হারিয়ে মোহামেডানের ‘প্রতিশোধ’
চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয় বার বসুন্ধরার মুখোমুখি হয়েছিল মোহামেডান। স্বাধীনতা কাপের ফাইনালে এগিয়ে গিয়েও গেল ডিসেম্বরে হারের বেদনায় পুড়তে হয়েছিল কোচ আলফাজ আহমেদের দলকে। তবে এবার তা হতে দেয়নি মোহামেডান। প্রথমার্ধে করেছে এক গোল। প্রায় এক ঘণ্টা সেই গোলের লিডটা ধরে রেখে জিতেছে ১-০ গোলে; বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে বেরিয়ে এসেছে পুরো তিনটে পয়েন্ট নিয়ে।
গেল বছরটা দারুণ কেটেছিল মোহামেডানের। বছরের শেষ ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে দিতে পারলে দারুণ বছরটা আরও স্মরণীয় হয়ে থাকত দলটার কাছে, বছরের দুটো সম্ভাব্য শিরোপার দুটোই যে তাহলে আসত দেশের ফুটবলের দুই জায়ান্ট বসুন্ধরা আর আবাহনীকে হারিয়ে! তবে গত ১৮ ডিসেম্বর বসুন্ধরা সেটা হতে দেয়নি। প্রত্যাবর্তনের গল্প লিখে মৌসুমের প্রথম শিরোপাটা তোলে ঘরে। সাদা-কালোদের ফিরতে হয় খালি হাতে।
সে হারের ক্ষতটা হয়তো এখনও আছে দলটার। তবে এই ম্যাচের পরে নেই, তা নিশ্চিত। ২০২৩ সালে মাঠটার পথচলা শুরু। এরপর থেকে এই মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে কখনো হারেনি বসুন্ধরা কিংস। তাদের সে অপরাজেয় যাত্রা থামল এসে আজ, মোহামেডানের কাছে হেরে। এই হার আবার চলতি মৌসুমে প্রথম হার বসুন্ধরার। এই ম্যাচের পর বসুন্ধরার এক পয়েন্টের দূরত্বে চলে এসেছে সাদা-কালোরা। এত্ত এত অর্জনের পর কি আর কারো মনে অতীতের কিছু নিয়ে কষ্ট থাকতে পারে?
আজ শনিবার ম্যাচের শুরুতেই বসুন্ধরাকে চমকে দেয় মোহামেডান। শুরু থেকেই দারুণ ফুটবল খেলে আধিপত্য বিস্তার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ওপর। শুরুতে মানিক মোল্লার পাস থেকে দিয়াবাতের শট বেরিয়ে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। এরপর ২০ মিনিটে মুজাফফরভের ফ্রি কিকও একই পরিণতি পায়।
তবে ৪০ মিনিটে গিয়ে আর কিংস অ্যারেনায় হাজির হাজারখানেক মোহামেডান ভক্তকে হতাশ হতে হয়নি। মাঝমাঠ থেকে বক্স পায়ে নিয়েই মিনহাজুর আবেদীন রাকিব একের পর এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে ২০ গজ দূর থেকে করেন দারুণ এক গোল। বসুন্ধরাকে স্তব্ধ করে এগিয়ে যায় মোহামেডান।
বিরতির ঠিক পরে মুজাফফরভ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একই পরিণতি হয়েছে বসুন্ধরারও। এক ডরিয়েলটন গোমেজের কাছেই তো কমপক্ষে ৩টি সুযোগ গিয়েছে দলকে সমতায় ফেরানোর। তিনি আর তা পারলেন কই? বসুন্ধরার গোলের প্রধান উৎস তিনি। সেই তিনিই যখন এভাবে মিসের হ্যাটট্রিক করবেন, তখন বাকি দলও যে ভুগবে, তা বলাই বাহুল্য।
বসুন্ধরা তাই ম্যাচটায় সমতা ফেরাতে পারেনি আর। তাদেরকে মৌসুমের প্রথম আর তাদের নিজেদের আঙিনায় প্রথম হারের তেঁতো স্বাদটা পাইয়ে দেয় মোহামেডান।