সিলেটকে ১৬৩ রানের চ্যালেঞ্জ রংপুরের
গতকাল প্রথম জয়টা তুলে নিয়ে খাতা খুলেছে সিলেট। আজ শেষ সিলেট পর্ব। এ ম্যাচে জয় নিয়ে পর্বটা জয় নিয়েই শেষ করতে চাইবে স্বাগতিকরা। তবে তাদের সামনে দারুণ এক চ্যালেঞ্জই দাঁড় করিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ৭ উইকেট খুইয়ে তুলেছে ১৬২ রান, জিততে হলে এখন ১৬৩ রান তুলতে হবে সিলেটকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে (১) ফিরিয়ে সাফল্যও পেয়ে যায় তারা। তবে ফর্মে থাকা বাবর আজম আজ দাঁড়িয়ে যান দলের আস্থার প্রতীক হয়ে। ৩৭ বলে ৭ চারে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান।
সামিট প্যাটেলের বলে বাবর আজম লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলে আবারও চাপে পড়ে রংপুর। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় সাকিব আল হাসানকেও।
এবার দলটির ত্রাতা হয়ে ওঠেন নুরুল হাসান সোহান। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রংপুর অধিনায়ক, যাতে ছিল ৫টি চার এবং একটি ছক্কার মার। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৪ বলে ২২ রানের ক্যামিওতে রংপুর পেয়ে যায় চ্যালেঞ্জিং সংগ্রহ।