ঘরের মাঠে শেষ ম্যাচেও হার সিলেটের
সিলেট স্ট্রাইকার্সের এবারের বিপিএলটা খুবই বাজে কাটছে। তবে গতকাল নিজেদের প্রথম ম্যাচটা জিতে টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছিল। এক ম্যাচ না যেতে আবারও সেই বৃত্তে ফিরে গেছে দলটা। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে দলটা হেরেছে আবার। রংপুর রাইডার্সের কাছে ৭৭ রানে হেরেই ঢাকায় ফিরতে হচ্ছে মোহাম্মদ মিঠুনের দলের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে (১) ফিরিয়ে সাফল্যও পেয়ে যায় তারা। তবে ফর্মে থাকা বাবর আজম আজ দাঁড়িয়ে যান দলের আস্থার প্রতীক হয়ে। ৩৭ বলে ৭ চারে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান।
সামিট প্যাটেলের বলে বাবর আজম লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলে আবারও চাপে পড়ে রংপুর। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় সাকিব আল হাসানকেও।
এবার দলটির ত্রাতা হয়ে ওঠেন নুরুল হাসান সোহান। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রংপুর অধিনায়ক, যাতে ছিল ৫টি চার এবং একটি ছক্কার মার। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৪ বলে ২২ রানের ক্যামিওতে রংপুর পেয়ে যায় চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাব দিতে নেমে সিলেট শুরু থেকেই উইকেট খুইয়েছে নিয়মিত বিরতিতে। শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে স্রেফ একজন দুই অঙ্কে যেতে পেরেছেন, সামিত পাটেলের ১১র পাশে বাকি ব্যাটারদের রান মনে হচ্ছিল যেন মোবাইল ফোন ডিজিট!
এক পর্যায়ে ৫০ এর নিচে অলআউটের শঙ্কাও জেগেছিল তাদের। তবে তাদের সে শঙ্কা দূর করেন রায়ান বার্ল। ৩২ বলে তিনি করেন ৪৬ রান। তাতেই হারের ব্যবধানটা দুই অঙ্কে নেমে আসে সিলেটের। নাহয় ব্যবধানটা আরও বড় হতে পারত বৈকি!
শেষমেশ দলটা অলআউট হয় ৮৫ রানে। সর্বোচ্চ তিন উইকেট নেন দুজন, শেখ মাহেদি ও মোহাম্মদ নবী, সাকিব আল হাসান দুই উইকেট। তাতে রংপুর জেতে ৭৭ রানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে আসে পয়েন্ট তালিকার শীর্ষেও।