ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তায় ১১ হাজার পুলিশ
বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তাই আয়োজকরাও কোনো কমতি রাখতে চাইছেন না। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত এই ম্যাচের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১১ হাজার নিরাপত্তাকর্মী।
আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তানের ম্যাচ। এবারের বিশ্বকাপে ক্রিকেটপাগল ভারতের গ্যালারিতে দর্শকখরা দেখা গেছে। তবে ভারত-পাকিস্তান ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার আসনের একটিও যে ফাঁকা পাওয়া যাবে না, তা নিশ্চিভাবেই বলে দেয়া যায়।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচের দিন গুজরাটে রয়েছে উৎসব। আর সে কারণেই নিরাপত্তাব্যবস্থা নিয়ে বেশিই তৎপর আয়োজকরা। জানা গেছে, এই ম্যাচকে ঘিরে শুধু স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১১ হাজার পুলিশকর্মী।
এই ম্যাচকে ঘিরে মুম্বাই পুলিশ একটি ই-মেইলে হুমকি পাওয়ার পর নতুন করে ঢেলে সাজানো হয়েছে আহমেদাবাদের নিরাপত্তা ব্যবস্থা। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি মেইল পাওয়ার পর নড়েচড়ে বসেছে গুজরাটের পুলিশ প্রশাসন।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, ‘সাত হাজার পুলিশের সঙ্গে আমরা আরও চার হাজার নিরাপত্তারক্ষীকে স্টেডিয়ামের নিরাপত্তা রক্ষায় নিয়োগ দেব। এ ছাড়া বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণের জন্য আরো ৯টি দলকে আমরা কাজে লাগাবো।’