‘কে বলছে চোখের জন্য সমস্যা হচ্ছে?’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:১৫ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০২৪

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স একদমই ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। চোখের সমস্যাটা তার ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে যা সবার চোখেই পড়েছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে গতকালের ম্যাচে গোল্ডেন ডাকের দেখা পেতে হয়েছে সাকিবকে।

ম্যাচ শেষে গ্যালারিতে ভক্তদের সঙ্গে হাত মিলিয়েই সরাসরি তিনি চলে যান সংবাদ সম্মেলন কক্ষে। রংপুরের অধিনায়ক সোহানের পরিবর্তে সাকিবই গতকাল আসেন সাংবাদিকদের সামনে।

যেহেতু চোখের সমস্যার কারণে তার ব্যাটিংয়ের দুর্দশাটা দেখা দিয়েছে, তাই বেশিরভাগ প্রশ্নই সাকিবকে করা হয়েছিল তার চোখ সম্পর্কিত। কিছু প্রশ্নের জবাব মজার ছলে দিয়েছেন, আবার কিছু জবাবে তিনি তার সমস্যাটা বোঝানোর চেষ্টা করেছেন।

চোখের অবস্থা এখন কেমন তা জিজ্ঞেস করলে সাকিব জানান যে তার চোখ ভালো আছে। চোখের কারণেই তার ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনাকে কে বলছে চোখের জন্য সমস্যা হচ্ছে?'- বলেই হাসতে শুরু করেন সাকিব।

সিলেটের বিপক্ষে সাকিব আউট হওয়ার পর রিভিউ নেওয়ার সময়ও চলে গিয়েছিল, ফলে গোল্ডেন ডাকের লজ্জা নিয়েই মাঠ ছেড়েছিলেন সাকিব। সেই মুহুর্তের অনুভূতি প্রকাশ করতে যেয়ে তিনি বলেন, 'বুঝলাম যে, খারাপ সময়ে সবই খারাপ যায়'।

খারাপ সময়ে কোচদের এবং সতীর্থদের পাশে পেয়ে খুশি আছেন সাকিব, 'সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যাটা মোকাবিলা করছি, সেই সমস্যাটা যেন উতরে যেতে পারি।'

ব্যাটিং করতে সুবিধা বোধ না করলে বা ব্যাট হাতে ফিরতে না পারলে সাকিব আর ক্রিকেটই খেলবেন না, কোচ সালাউদ্দিনের এমন বক্তব্য সরাসরি স্বীকার করেননি সাকিব, 'আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। পরেরটা পরে দেখব।'

চলতি বিপিএল টুর্নামেন্টে আবারও হারানো ফর্ম ফিরে পাবেন কিনা এই প্রশ্নের জবাব সাকিব দিয়েছেন বেশ সিরিয়াস ভঙ্গিতেই, 'জানি না। আমার কোনো ধারণা নেই এটা কখন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখের কথা বলছেন, চোখে কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। ওই পরীক্ষায় কোনো সমস্যা নেই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি। সমস্যাটা কোথায় হচ্ছে। এটা আমি বের করার চেষ্টা করছি, বাকিরাও চেষ্টা করছে।' 

খেলার দুনিয়া | ফলো করুন :