বিসিবির নতুন চুক্তিকে না করে দিলেন স্পিন কোচ হেরাথ

বিসিবির নতুন চুক্তিকে না করে দিলেন স্পিন কোচ হেরাথ

স্পিন কোচ হিসেবে রঙ্গনা হেরাথের ভূমিকাটা বদলে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হেরাথ পেছনের কয়েকবছর ধরে জাতীয় দলের স্পিন কোচের দায়িত্ব পালন করছেন। বিসিবি চেয়েছিল জাতীয় দলের সঙ্গে তাকে আর যুক্ত না করতে। তাকে আর কোচ না বরং মেন্টর হিসেবে দেখতে চেয়েছিল বিসিবি। সেই অনুযায়ী হেরাথের কাছে বিসিবি প্রস্তাব দেয়, বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ের স্পিনারদের নিয়ে তিনি কাজ করবেন মেন্টর হিসেবে। তরুণ স্পিনারদের সঠিকভাবে গড়ে তোলার কাছে তাকে লাগাতে চেয়েছে বিসিবি। জাতীয় দলের স্পিন কোচের সেবা তার আর প্রয়োজন নেই।

বিসিবির এই প্রস্তাবে সরাসরি না করে দিয়েছেন রঙ্গনা হেরাথ। বিসিবির টিম অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস এই তথ্য জানান। তিনি বলেন, হেরাথ আর আমাদের সঙ্গে নেই। আমরা তাকে একটা প্রস্তাব দিয়েছিলাম। যেহেতু সেই প্রস্তাব হেরাথ গ্রহণ করেনি। তাই সে আর আমাদের সঙ্গে নেই।’

আগের চুক্তিতে বার্ষিক মেয়াদ অনুযায়ী হেরাথ জাতীয় দলের স্পিন কোচ হিসেবে বিসিবির সঙ্গে কাজ করতেন। নতুন চুক্তিতে বিসিবি তাকে ২০০ দিনের জন্য চুক্তিবদ্ধ করার প্রস্তাব দেয়। এই সময়টায় হেরাথ দেশজুড়ে বিভিন্ন বয়সভিত্তিক স্পিনারদের নিয়ে কাজ করবেন। কিন্তু হেরাথ বিসিবির এই নতুন চুক্তিকে স্বাগত জানাননি। তাই বিসিবিকে তাকে বিদায় জানিয়ে দিল।

হেরাথ অবশ্য এর আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছিলেন তিনি বিসিবির নতুন চুক্তির বিষয়টা নিয়ে বেশ আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তার আইনজীবীর সঙ্গে কথা বলে। হেরাথ শেষমেশ সিদ্ধান্তটা বিসিবিকে জানিয়ে দিলেন। বললেন, নতুন চুক্তিতে তিনি সম্মত নন।

বিশ্বকাপ শেষে জাতীয় দলের বেশিরভাগ কোচের সঙ্গে বিসিবি তাদের চুক্তি আর নবায়ন করেনি। এই তালিকায় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও রয়েছেন। নতুন কোচ খোঁজার জন্য বিসিবি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী, বিসিবির প্রোগ্রাম হেড ডেভিড মুর ও বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

কমিটির কার্যক্রম সম্পর্কে জালাল ইউনুস জানান, আমরা কমিটির বৈঠকে বসেছি। খুব শিগগিরই কোচদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে। অনেকেই আগ্রহ দেখিয়েছেন। আমরা সংক্ষিপ্ত তালিকা থেকে ৬ ফেব্রুয়ারি ভার্চুয়ালি কোচদের সাক্ষাতকার নেওয়া শুরু করবো।’

জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন।

সম্পর্কিত খবর