সাগরিকার গোলে ভারত-বধ, ফাইনালে বাংলাদেশ

সাগরিকার গোলে ভারত-বধ, ফাইনালে বাংলাদেশ

ম্যাচটা ড্র হয়ে গেলে আফসোসের অন্ত থাকত না। পুরো ম্যাচে যে একগাদা সুযোগ এসেছে ভারতের জালে বল জড়ানোর। তবে শেষমেশ সে আক্ষেপটা সঙ্গী হয়নি বাংলাদেশের। যোগ করা সময়ে পাওয়া গোলে বাংলাদেশ হারিয়ে দিয়েছে ভারতকে। তাতে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করে ফেলেছে কোচ সাইফুল বারী টিটুর দল।

নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ ভারত দুই দলই। পয়েন্টের দিক থেকে দুই দলই তাই ছিল সমতায়। সে সমতা ভাঙছিলই না ম্যাচে। বাংলাদেশ বেশ কিছু সুযোগ পেয়েছে আজ। কিন্তু কাজে লাগানো হচ্ছিল না ফরোয়ার্ডদের ব্যর্থতায়। 

অপেক্ষার পালা বাড়তে বাড়তে নির্ধারিত ৯০ মিনিটও শেষ তখন। যোগ করা সময়ের অর্ধেকটাও শেষ। ঠিক তখন এসে বাংলাদেশকে গোলের দেখা পাইয়ে দেন মোসাম্মৎ সাগরিকা। চলতি টুর্নামেন্টে এই নিয়ে তার গোল হলো তিনটি। এর আগে নেপাল ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। 

বাংলাদেশ ইনডিরেক্ট ফ্রি কিক পেয়েছিল নিজেদের অর্ধে। সেখান থেকে বাংলাদেশ অধিনায়ক আফইদা খন্দকার লং বল বাড়ান ভারতের রক্ষণের ঠিক পেছনে। সে বলটা গিয়ে পড়ে রক্ষণকে ফাঁকি দিয়ে সেখানে পৌঁছে যাওয়া সাগরিকার কাছে। এরপর সামনে এগিয়ে আসতে থাকা গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে শট করে বসেন নিচের দিকে বাম কোণায়। বলটা গিয়ে আছড়ে পড়ে জালে।

সেই এক গোলই গড়ে দিয়েছে ম্যাচের নিয়তি। ভারত যে জবাব দেবে, সে সময়টাও ছিল না এরপর। এই এক জয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে এবারের অনূর্ধ্ব ১৯ নারী সাফের ফাইনালে চলে গেছে।

চার দলের এই টুর্নামেন্টে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ভারত ও নেপাল আছে যথাক্রমে দুই ও তিনে। দুই ম্যাচের দুটোতেই হেরে বিদায় প্রায় নিশ্চিতই হয়ে গেছে ০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভুটানের।

সম্পর্কিত খবর