২০২৬ ফুটবল বিশ্বকাপ কবে শুরু, ফাইনাল কোথায়? জানাল ফিফা
আর মাত্র দুই বছর। তারপরই ফের বসবে বিশ্বকাপ ফুটবলের আসর। ২০২৬ ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে ৪৮ দেশ। এ কারণেই অন্যবারের চেয়ে এবার বেশিদিন ধরে চলবে বিশ্বসেরার এই লড়াই। আয়োজক ফিফা জানাল, ২০২৬ সালের ১১ জুন মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আগামী বিশ্বকাপের ৪৮ দেশ চূড়ান্ত না হলেও সূচি প্রকাশ করল ফিফা। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ। তারপর ৩৯ দিনব্যাপী লড়াই। বিশ্বকাপে এবার মোট ম্যাচ হবে ১০৪টি। যেখানে এর আগে সর্বোচ্চ ম্যাচ হয়েছে ৬৪টি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিন দেশে ২০২৬ বিশ্বকাপ বসবে।
১১ থেকে ২৭ জুন অব্দি প্রথম রাউন্ডের ম্যাচ। রাউন্ড অব ৩২ এর ম্যাচ চলবে ২৯ জুন থেকে ৩ জুলাই অব্দি। তারপর ৪ থেকে ৭ জুলাই রাউন্ড অব ১৬। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, মায়ামি, বোস্টনে। ডালাস, আটলান্টায় ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল।
তারপর যুক্তরাস্ট্রের আরেক শহর মায়ামিতে ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল মেটলাইফ স্টেডিয়ামে।
কোন স্টেডিয়ামে বিশ্বকাপের কতটি ম্যাচ-
যুক্তরাষ্ট্র:
১. আটলান্টা-মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম: ৮
২. বোস্টন-জিলেট স্টেডিয়াম: ৭
৩. ডালাস-এটিএন্ডটি মার্সিডিজ স্টেডিয়াম: ৯
৪. হাউস্টন-এনআরজি স্টেডিয়াম: ৭
৫. কেনসাস সিটি-অ্যারোহেড স্টেডিয়াম: ৬
৬. লস অ্যাঞ্জেলেস-সোফি স্টেডিয়াম: ৮
৭. মায়ামি-হার্ডরক স্টেডিয়াম: ৭
৮. নিউইয়র্ক/নিউ জার্সি-মেটলাইফ স্টেডিয়াম: ৮
৯. ফিলাডেলফিয়া-লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়াম: ৬
১০. সানফ্রান্সিস্কো-লেভি স্টেডিয়াম: ৬
১১. সিয়াটল-লুমেন ফিল্ড: ৬
কানাডা:
১. টরন্টো: ৬
২. ভ্যানকুভার: ৬
মেক্সিকো:
১. গুয়াডালাজারা-অ্যাক্রন স্টেডিয়াম: ৪
২. মেক্সিকো সিটি-অ্যাজটেকা স্টেডিয়াম: ৫
৩. মনটেরে-বিবিভিএ স্টেডিয়াম: ৪