জয়ের তৃপ্তি নিয়ে রাজকোটে চোখ রোহিতের

জয়ের তৃপ্তি নিয়ে রাজকোটে চোখ রোহিতের

এই টেস্ট সিরিজ শুরুর আগে দুই পক্ষ থেকেই কথার ফুলঝুরি ছুটেছে। ইংল্যান্ড বাজবলের হুমকি দিয়েছে, ভারত পাল্টা জবাবে বলেছে, বাজবল খেললে পস্তাতে হবে। তবে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে কথা রাখতে পারেনি ভারত। পরিমিত বাজবল ক্রিকেট খেলে সে টেস্টটা যে নিজেদের করে নেয় ইংল্যান্ড। নিজেদের আঙিনায় স্পিনে কাবু হয়ে ভারতের টেস্ট হার! গেল, গেল রব উঠতে সময় লাগেনি।

তবে ভারতীয় দল তাতে বিচলিত হয়নি। হায়দরাবাদে না পারলেও ভাইজাগে তাদের কাছে বশ মেনেছে বাজবল। যশস্বী জয়সওয়ালের স্মরণীয় এক ডাবল সেঞ্চুরি আর জশপ্রীত বুমরাহর আগুনঝরা বোলিংয়ে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে পাঁচ টেস্টের সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।

জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তরুণ দল নিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করার আনন্দ তার চোখেমুখে, ‘এমন কন্ডিশনে টেস্ট ম্যাচ জেতা সহজ কাজ নয়। বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছে। (যশস্বী জয়সওয়াল) তাকে ভালো খেলোয়াড় মনে হয়েছে, নিজের খেলাটা বুঝে। এমন কঠিন প্রতিপক্ষের বিপক্ষে যেভাবে খেলেছে তরুণ খেলোয়াড়রা, তাদের নিয়ে আমি গর্বিত।’

দারুণ জয়ে সমতায় ফিরলেও রোহিত মনে করিয়ে দিয়েছেন এই সিরিজে এখনো তিন টেস্ট বাকি, ‘ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। সিরিজটা সহজ হবে না। আরও তিন টেস্ট বাকি আছে। বেশিরভাগ কাজ যাতে আমরা ঠিকঠাক করতে পারি, সেটা নিশ্চিত করতে হবে।’

ম্যাচ হারলেও দলের খেলার ধরন নিয়ে খুশি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস, ‘আমরা যেভাবে খেলেছি এবং ভারতকে চাপের মধ্যে রেখেছি, সেটা দারুণ ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমাদের পক্ষে আসেনি।’

পাঁচ টেস্ট সিরিজের তৃতীয়টিতে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড।

সম্পর্কিত খবর