আইসিসির মাসসেরার দৌড়ে অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা শামার

আইসিসির মাসসেরার দৌড়ে অস্ট্রেলিয়ায় ইতিহাস লেখা শামার

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রীতিমতো মহাকাব্যয় লিখে ফেলেছেন শামার জোসেফ। পায়ে চোট নিয়ে মাঠে নেমে নাটকীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জিতিয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ৬৮ রান খরচায় একাই শিকার করেছেন ৭ উইকেট। ঘুচিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট না জেতার দীর্ঘ ২৭ বছরের আক্ষেপ। এমন এক কীর্তির পর এবার আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে আছেন তিনি।

অবশ্য এখানেও তাকে বেশ সংগ্রাম করতে হবে তালিকায় থাকা আরও দুই ক্রিকেটারের সঙ্গে। জানুয়ারি মাসের হায়দ্রাবাদ টেস্টে ইংল্যান্ডের হয়ে ১৯৬ রানের অনবদ্য ইনিংস খেলা অলি পোপ আছেন তার সঙ্গে লড়াইয়ে। একই সঙ্গে আছেন অজিদের তারকা পেসার জস হ্যাজেলউডের নাম।

গত জানুয়ারি মাসে ১১.৬৩ গড়ে মোট ১৯ উইকেট তুলেছেন হ্যাজেলউড। পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জয়ের পথে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তিনি।

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় শামার জোসেফ। অ্যাডিলেটে টেস্টে অভিষেকের প্রথম বলে উইকেট নেওয়া সহ ৯৪ রানে ৫ উইকেট শিকার করেছেন জোসেফ। এরপর শেষ ব্যাটার হিসেবে নেমে করেছেন ৩৬ ও ১৫ রান। তবে মূল আলোচনায় আসেন দ্বিতীয় টেস্টে। গাব্বায় পায়ে চোট নিয়ে মাঠে নেমে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে নাটকীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট জেতান ৮ রানে। সেই সুবাধেই এবার মাসসেরা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।

একই সময়ে পারফর্ম করে মেয়েদের ক্রিকেটে মাসসেরা হওয়ার দৌড়ে রয়েছেন আলিসা হেলি, অ্যামি হান্টার ও বেথ মুনি।

সম্পর্কিত খবর