অলিম্পিক বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার দুঃস্বপ্নের রাত

অলিম্পিক বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার দুঃস্বপ্নের রাত

আর্জেন্টিনার ফর্ম বিবেচনায় তারা ভেনেজুয়েলার বিপক্ষে জয় তুলে নিবে এটাই ধরে নিয়েছিল বেশিরভাগ দর্শকরা। তবে শেষ মুহুর্তে পেনাল্টি হজম করায় আর্জেন্টিনার প্রাক-অলিম্পিক দল ভেনেজুয়েলার সঙ্গে ২-২ ড্র করেছে। অপরদিকে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের স্বাদ পেয়েছে ব্রাজিল।

থিয়াগো আলমাদার গোলে হ্যাভিয়ের মাচেরানোর দল ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। ম্যাচের বেশ কয়েকটি মুহুর্তে রেফারির সিদ্ধান্তকে ভুল হিসেবে দাবি করে আর্জেন্টাইন খেলোয়াড়রা। সবশেষে ভিএআরের সাহায্য নিয়ে যোগ করা সময়ে (৯৬তম মিনিটে) ভেনেজুয়েলাকে পেনাল্টি প্রদান করেন রেফারি, সুযোগটি ভালমতোই কাজে লাগায় ভেনেজুয়েলা।

ম্যাচের শুরুর দিকে ১৬তম মিনিটে লিয়েন্দ্রো ব্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ৩৯তম মিনিটে একই ভুল করেন ভেনেজুয়েলার কার্লোস ভিভাসও। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে হাতাহাতিতে জড়ীয়ে যায় দু’দলের খেলোয়াড়রা। যার ফলস্বরূপ আর্জেন্টিনার ভ্যালেন্টিন বার্কো এবং ভেনেজুয়েলার ব্রায়ান্ট অরটেগা লাল কার্ড দেখেন।

৬১তম মিনিটে দলকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। তবে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল করে ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ করান কেভিন কেলসি।

অন্য ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। চলতি আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও আগে শেষ চার নিশ্চিত করেছিল ব্রাজিল। তারাই এবার হেরে বসলো প্যারাগুয়ের কাছে। দ্বিতীয়ার্ধের শুরুতে প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাব্রিজিও পেরালতা।

ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ের জয়ে আর্জেন্টিনা এখন শেষ চারের দ্বিতীয় অবস্থানে রয়েছে। গ্রুপ টেবিলের শীর্ষ দুই দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। বৃহস্পতিবার শীর্ষে থাকা প্যারাগুয়ের সাথে খেলবে আর্জেন্টিনা।

সম্পর্কিত খবর