৮৬ রানে শেষ উইন্ডিজ
ম্যাচটা ধবলধোলাই এড়ানোর। প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ তো হাত ফসকে গেছেই, উইন্ডিজের তাই শেষ ম্যাচটায় ফল পক্ষে আনার বাড়তি তাড়না ছিল। কিন্তু সেই ‘তাড়না’য় যে এত তাড়াতাড়ি শেষ হবেন তারা সেটা হয়ত ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি শাই হোপরা। অজিদের বোলিং তোপে ২৪.১ ওভারে ৮৬ রান তুলতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ।
ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসলেও ওপেনার আলিক আথানাজের ব্যাটে কিছুটা আশা দেখছিল সফরকারীরা।
অন্যপ্রান্তে টপাটপ উইকেট পড়লেও ধীরেসুস্থে ব্যাট করে দলকে বিপদমুক্ত করার চেষ্টায় ছিলেন আথানাজে। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে যে আজ শনির দশা লেগেছে। ৬০ বলে ৩২ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলার পর তাই তারও ধৈর্যচ্যুতি ঘটেছে। অ্যাডাম জ্যাম্পার বলে সুইপ করতে গিয়ে শন অ্যাবটের তালুবন্দি হয়ে ফিরেছেন তিনি।
আথানাজে ফেরার পর মিডল এবং লোয়ার অর্ডারের আর কোনো ব্যাটার দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় নিজেদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হতে হয় উইন্ডিজকে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় অজি পেসার জ্যাভিয়ার বার্টলেটের। সে ম্যাচ ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় ওয়ানডেতেও দলের সেরা বোলার এই তরুণ পেসারই। এবার ক্যারিবীয়দের ৪ উইকেট তুলে নিতে খরচ করেছেন মোটে ২১ রান।
দুটি করে উইকেট পেয়েছেন ল্যান্স মরিস এবং অ্যাডাম জ্যাম্পা।