হতশ্রী ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ উইন্ডিজ

হতশ্রী ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ উইন্ডিজ

ম্যাচটা ভুলে যেতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ! সিরিজ বাঁচানোর আশা আগেই নস্যাৎ হয়েছে, শেষ ম্যাচটা ছিল মান বাঁচানোর। ধবলধোলাই এড়ানোর। অথচ এমন ম্যাচে আরও ছন্নছাড়া ক্রিকেট খেলল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ২৪.১ ওভারে ৮৬ রানে উইন্ডিজকে থামানোর পর ২৫৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এটাই এখন ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড।

ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসলেও ওপেনার আলিক আথানাজের ব্যাটে কিছুটা আশা দেখছিল সফরকারীরা। তবে ৬০ বলে ৩২ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলার পর অ্যাডাম জ্যাম্পার বলে সুইপ করতে গিয়ে ক্যাচ হন আথানাজে। তার বিদায়ের সঙ্গে উইন্ডিজের ব্যাটিং ধস থামানোর সম্ভাবনাও ফিকে হয়ে যায়।

আথানাজে ফেরার পর মিডল এবং লোয়ার অর্ডারের আর কোনো ব্যাটার দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় নিজেদের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন রানে অলআউট হতে হয় উইন্ডিজকে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় অজি পেসার জ্যাভিয়ার বার্টলেটের। সে ম্যাচ ১৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তৃতীয় ওয়ানডেতেও দলের সেরা বোলার এই তরুণ পেসারই। এবার ক্যারিবীয়দের ৪ উইকেট তুলে নিতে খরচ করেছেন মোটে ২১ রান।

৮৬ রান তাড়ায় নেমে তড়িঘড়ি রান তুলতে চেষ্টা করেন অজি ব্যাটাররা। তাতে দুই উইকেট হারালেও সপ্তম ওভারের মধ্যে ম্যাচ জেতা হয়ে যায় তাদের। অজিদের পক্ষে ১৮ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। ১৬ বলে ৩৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অন্য ওপেনার জশ ইংলিস।

টেস্ট আর ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৯ ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সম্পর্কিত খবর