আবার উইলিয়ামসনের সেঞ্চুরি, লিডের পাহাড়ে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ১১৮ রান। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১০৯ রানের ইনিংস। তার জোড়া সেঞ্চুরিতে বিশাল লিড নিয়ে মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে কিউইরা।
এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডে ৫১১ রান টপকাটে নেমে ৪ উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে মিচেল স্যান্টনার আর রাচিন রবীন্দ্রের ঘূর্ণিজালে আটকে বেশিদূর যেতে পারেনি তারা। প্রথম ইনিংসে ১৬২ রানে থামতে হয় তাদের।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে মিডল অর্ডার ব্যাটার কিগান পিটারসেনের ব্যাটে। তিন উইকেট পান কিউই স্পিনার স্যান্টনার।
৩৪৯ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের ৩১তম টেস্ট শতকে সে লিড আরও ফুলেফেঁপে উঠেছে। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শেষ করেছে তারা। লিড ৫২৮ রানের।